Print Date & Time : 28 February 2021 Sunday 6:46 pm

ইতিবাচক প্রবণতায় শেষ হলো সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন

প্রকাশ: November 26, 2020 সময়- 11:52 pm

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইতে ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়। এদিন ৩৬ শতাংশ কোম্পানির শেয়ারের দর বাড়ায় সূচক ও লেনদেন বেড়েছে। এদিন মোট ৩৩৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। দর বেড়েছে ১২০টির এবং কমেছে ১১৯টির। বাকি ৯৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় ৭৫৮ কোটি ৩৩ লাখ ২৮ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬০২ কোটি ৭৪ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ লেনদেন বেড়েছে ১৫৫ কোটি ৫৮ লাখ ৮৪ হাজার টাকা। এদিন ২৭ কোটি ৭৭ লাখ ৫৬ হাজার ৭৪৭টি শেয়ার এক লাখ ৫২ হাজার ১৬০ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান পতনের মধ্য দিয়ে লেনদেন হয়। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সাত দশমিক ২১ পয়েন্ট বা শূন্য দশমিক ১৪ শতাংশ বেড়ে চার হাজার ৮৬৯ দশমিক শূন্য ৯ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক এক দশমিক ৬০ পয়েন্ট বা শূন্য দশমিক ১৪ শতাংশ বেড়ে এক হাজার ১১৮ দশমিক ৮৫ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক সাত দশমিক ৭৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৬ শতাংশ বেড়ে এক হাজার ৬৮৯ দশমিক ৭০ পয়েন্টে স্থির হয়। গতকাল ডিএসইর বাজার মূলধন ৮৬ কোটি ছয় লাখ ৫৫ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ৯০ হাজার ৫৩৩ কোটি ৫৬ লাখ ৪৮ হাজার টাকায়।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির ৫৭ কোটি ৮৯ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর ছয় টাকা ৯০ পয়সা কমেছে। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেডের ৫০ কোটি ৫৯ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারদর দুই টাকা ১০ পয়সা বেড়েছে। নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৩ কোটি ২৭ লাখ ৭১ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর ৯০ পয়সা কমেছে। এরপরের অবস্থানগুলোতে থাকা গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের ১৯ কোটি ৩৮ লাখ ৩৯ হাজার, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৬ কোটি ৭১ লাখ ৭৩ হাজার টাকার, সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৪ কোটি ৬০ লাখ ৭৩ হাজার, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের ১৪ কোটি ৪০ লাখ ৮৩ হাজার টাকার, প্রগতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৪ কোটি ২০ লাখ ৬১ হাজার, অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের ১৩ কোটি ১৪ লাখ ৮১ হাজার এবং নর্দান ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৩ কোটি ১০ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

৯ দশমিক ৯৮ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড। গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৯৬ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৯৬ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৯৩ শতাংশ শেয়ারদর বেড়েছে। সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৯ দশমিক ৭৬ শতাংশ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ৯ দশমিক ৬১ শতাংশ, বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৪১ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের আট দশমিক ৯২ শতাংশ, সিএপিএম বিডিবিএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ডের আট শতাংশ, ফু ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাত দশমিক ৭৬ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ২২ দশমিক ৭৬ পয়েন্ট বা শূন্য দশমিক ২৭ শতাংশ বেড়ে আট হাজার ৪০৬ দশমিক ৬০ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৪০ দশমিক ৮১ পয়েন্ট বা শূন্য দশমিক ২৯ শতাংশ বেড়ে ১৩ হাজার ৯৬১ দশমিক ৯৯ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ২৩৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ১০১টির, কমেছে ৮০টির এবং ৫৭টির দর অপরিবর্তিত ছিল। সিএসইতে লেনদেন হয়েছে ২৩ কোটি ৩৭ লাখ ৩৭ হাজার ৬২২ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২ কোটি ৭৪ লাখ ৯৬ হাজার ৭২০ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে লেনদেন বেড়েছে ১০ কোটি ৬২ লাখ ৪০ হাজার ৯০২ টাকার।

সিএসইতে এদিন লেনদেনের শীর্ষে উঠে আসে ব্যাংক এশিয়া লিমিটেড। কোম্পানিটির তিন কোটি ৪৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেডের দুই কোটি ৫৭ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।