প্রিন্ট করুন প্রিন্ট করুন

ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত শঙ্কায় জাপানও

শেয়ার বিজ ডেস্ক: ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হয়েছে। গতকাল রোববার সেমেরু আগ্নেয়গিরিতে এ অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। খবর: রয়টার্স।

অগ্ন্যুৎপাতের পর আকাশে দেড় কিলোমিটার এলাকাজুড়ে ছাইয়ের কুণ্ডলী তৈরি হয়। এতে ওই এলাকা থেকে সাধারণ মানুষকে দূরে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন এজেন্সি (বিপিএনবি) সেখানে অবস্থানরত সাধারণ মানুষকে অগ্ন্যুৎপাতের পাঁচ কিলোমিটার এলাকার মধ্যে সব ধরনের কাজকর্ম বন্ধ করতে বলেছে। এছাড়া নদী থেকে কমপক্ষে ৫০০ মিটার দূরে থাকার নির্দেশনা দিয়েছে তারা। কেননা অগ্ন্যুৎপাতের কারণে বেরিয়ে আসা উত্তপ্ত লাভা নদীতে গড়িয়ে যেতে পারে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় রাত ২টা ৪৬ মিনিটে অগ্ন্যুৎপাত শুরু হয়। বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায়, ওই আগ্নেয়গিরির আশপাশের আকাশ ধূসর ছাইয়ের মেঘে আচ্ছন্ন হয়ে রয়েছে।

এর আগের দিন শনিবার জাভা দ্বীপে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। দেশটির ভূপদার্থবিদ্যা সংস্থা বিএমকেজি জানায়, ভূমিকম্প টের পেয়ে লোকজন দ্রুত ভবন থেকে বের হয়ে আসে। তবে ভূমিকম্প ঘিরে সুনামি সতর্কতা জারি করা হয়নি। রাজধানী জাকার্তাতেও ভূকম্পন অনুভূত হয়েছে। রাজধানী থেকে ২০০ কিলোমিটার দূরে ছিল এর উৎপত্তিস্থল। গত মাসে জাভার সিয়ানজুর এলাকায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ৩০০ জন নিহত হন। অবশ্য গতকালের ভূমিকম্পে হতাহতের খবর জানা যায়নি।

তবে গতকাল জাভার আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর সুনামি হতে পারে বলে আশঙ্কা করেছে জাপান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে এক প্রতিবেদনে জানিয়েছে, সম্ভাব্য সুনামির ওপর সতর্ক নজর রাখছে জাপানের আবহাওয়া সংস্থা।

বিশ্বে যে কয়েকটি দেশে সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে সেগুলোর একটি ইন্দোনেশিয়া। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে প্রায়ই অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। দেশটিতে ১৪২টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, যেগুলোয় প্রায়ই অগ্নুৎপাত ঘটে। দেশটির বেশিরভাগ জনগণ আগ্নেয়গিরির কাছাকাছি বাস করে। বিএনপিবি এক বিবৃতিতে বলেছে, আগ্নেয়গিরির কার্যকলাপ বর্তমানে তৃতীয় স্তরে রয়েছে, যা সর্বোচ্চ স্তরের একধাপ নিচে।