শেয়ার বিজ ডেস্ক: চলতি বছরের নভেম্বরে ইন্দোনেশিয়ায় মূল্যস্ফীতি বেড়ে দশমিক ৪৭ শতাংশে পৌঁছেছে। আগের মাসে দেশটিতে মূল্যস্ফীতি ছিল দশমিক ১৪ শতাংশ। খবর সিনহুয়া।
ইন্দোনেশিয়ার সেন্ট্রাল স্ট্যাটিসস্টিক এজেন্সির (বিপিএস) তথ্যমতে, গত মাসে মূল্যস্ফীতি বাড়াতে প্রক্রিয়াজাত খাদ্য, পানীয়, সিগারেট ও তামাক পণ্যের দাম বড় ভূমিকা রেখেছে।
বিপিএসের ডেপুটি ডিস্ট্রিবিউশন ও সার্ভিস স্ট্যাটিসস্টিক সাসমিতো হাদি উইবো বলেন, গত মাসে দেশটিতে জমির খাজনাও বাড়ানো হয়েছে। এটিও মূল্যস্ফীতি বাড়ার অন্যতম বড় ভূমিকা রেখেছে।
তিনি বলেন, জানুয়ারি থেকে নভেম্বরে আগের বছরের একই সময়ের চেয়ে মূল্যস্ফীতি বেড়ে দুই দশমিক ৫৯ শতাংশে দাঁড়িয়েছে।
দেশটির সরকার চলতি বছর শুরুতেই এ বছরের জন্য মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা চার শতাংশ নির্ধারণ করেছিল। ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় ব্যাংক প্রত্যাশা করছে চলতি বছরের মূল্যস্ফীতি তিন দশমিক পাঁচ শতাংশে পৌঁছবে।
দেশটির ৮২টি শহরের ওপর জরিপ চালিয়ে নভেম্বরের মূল্যস্ফীতি নির্ধারণ করেছে বিপিএস। এর মধ্যে ৭৮টি শহরই মূল্যস্ফীতিতে ভুগছে বলে জানান সাসমিতো। তবে পূর্ব ইন্দোনেশিয়া মৎস্য খাদ্যের দাম কমায় ওই অঞ্চলে মূল্যসংকোচন দেখা দিয়েছে বলে মনে করেন তিনি।