Print Date & Time : 7 March 2021 Sunday 12:58 am

ইপিএস কমেছে আরএকে সিরামিকসের

প্রকাশ: May 21, 2020 সময়- 06:17 pm

নিজস্ব প্রতিবেদক: সিরামিক খাতের কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) কমেছে। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ, ২০২০) প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৫ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৪৩ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি আয় তথা ইপিএস কমেছে আট পয়সা।
এদিকে, ২০২০ সালের ৩১ মার্চে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৫৪ পয়সা। যা ২০১৯ সালের ৩১ মার্চে ছিল ১৮ টাকা ৪২ পয়সা।
আর ২০২০ সালের ৩১ মার্চে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ দাঁড়িয়েছে ৫৯ পয়সা, যা আগের বছর একই সময় ৪৭ পয়সা ছিল।
এছাড়া কোম্পানিটির প্রথম প্রান্তিকে করপরবর্তী মুনাফা আগের বছরের তুলনায় তিন কোটি ৪২ লাখ টাকা কমেছে। ২০২০ সালের ২১ মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিকে মোট করপরবর্তী মুনাফা হয়েছে ১৫ কোটি ১৬ লাখ ৯০ হাজার টাকা। আগের বছর ছিল ১৮ কোটি ৫৯ লাখ ৪০ হাজার টাকা।