প্রতিনিধি, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ল্যাবরেটরি স্কুলের ছাত্রীদের মাঝে স্তন ক্যানসার ও জরায়ুমুখের ক্যানসারের সচেতনতা ছড়িয়ে দিতে ক্যাপ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১টায় ইবি ল্যাবরেটরি স্কুলের একটি শ্রেণিকক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় ক্যাপের নারী সদস্য ও স্কুলের নারী শিক্ষিকাসহ স্কুলের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এ সময় ক্যাপের সভাপতি মো. সিয়াম মির্জা বলেন, আমরা স্কুলের মেয়ে শিক্ষার্থীদের মাঝে স্তন ও জরায়ুমুখ ক্যানসারের সচেতনতা ছড়িয়ে দিতে এসেছি। এ সমস্যাগুলো সাধারণত অসচেতনতার কারণে সংঘটিত হয়। আমাদের মায়েরা এ ক্যানসার সম্পর্কে অসচেতন থাকেন এবং এর প্রতিরোধে কোনো ব্যবস্থা গ্রহণ করেন না। আমরা প্রত্যাশা করি, মেয়েদের যদি এ বয়সে এ বিষয়ে সচেতন করতে পারি, তাহলে এ রোগটি ক্রমন্বয়ে হ্রাস পাবে।”
পরে স্কুলের নারী শিক্ষিকারা স্কুলের ছাত্রীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্রসঙ্গত, ক্যানসার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন (ক্যাপ) মেয়েদের ক্যানসার নিয়ে কাজ করে থাকে। বাংলাদেশের পাঁচটি অঞ্চলে স্তন ক্যানসার ও জরায়ুমুখের ক্যানসার নিয়ে কাজ করে যাচ্ছে এই সংগঠনটি।