প্রিন্ট করুন প্রিন্ট করুন

ইবিতে জায়ান্ট স্ক্রীনে বিশ্বকাপ উপভোগ করছেন শিক্ষার্থীরা

প্রতিনিধি, ইবি : বিশ্বকাপ ফুটবলের আমেজকে আরো বৃদ্ধি করতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্রিকেট মাঠে স্থাপন করা হয়েছে জায়ান্ট স্ক্রিন। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় স্টার টেকনো ভিশনের ১০*১৬ ফিটের এ জায়ান্ট এলইডি স্ক্রীনে খেলা দেখছে ইবির হাজারো শিক্ষার্থী। যা শিক্ষার্থীদের মাঝে বিশ্বকাপের উন্মাদনাকে বাড়িয়ে দিয়েছে আরো বহুগুণ।

গতকাল ২০ নভেম্বর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দেখতে ইবির অর্ধসহস্র শিক্ষার্থী জড়ো হয়েছিল ক্রিকেট মাঠ প্রাঙ্গণে। ক্যাম্পাসের সকলে একসাথে উদ্বোধনী অনুষ্ঠান ও বিশ্বকাপের খেলা দেখতে পেরে আনন্দিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের এ জায়ান্ট স্ক্রীণ ইবিতে আসার পিছনে অবদান ছিল ইবির জীববিজ্ঞান অনুষদের বর্তমান ডীন ও বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামের। তিনি ইবি ক্যাম্পাসে জায়ান্ট স্ক্রীণটি বসানোর জন্য সর্বাত্মক চেষ্টার ফলশ্রুতিতে ইবির শিক্ষার্থীরা সবাই একসাথে বিশ্বকাপ ফুটবলের সবগুলো খেলা উপভোগ করতে পারবে।

এ বিষয়ে অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম বলেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সৌজন্যে স্টার টেকনো ভিশন সারাদেশে ৪০ জায়গায় এমন এলইডি স্ক্রীণ বসিয়েছে। কুষ্টিয়ায় স্ক্রীণ বসানোর ব্যাপারে আমার তাদের সাথে কথা হয়। প্রথমে তারা জেলা শহরে বসানোর কথা ভাবলেও আমি তাদেরকে আমার ক্যাম্পাসে স্ক্রীণটি বসাতে বলি। এরপর তারা এ ব্যাপারে আমার মাধ্যমে উপাচার্য স্যারের সাথে কথা বলে এবং স্যার তাদেরকে অনুমতি প্রদান করেন। এ জায়ান্ট স্ক্রিনের জন্য কোনো ফান্ডিং এর প্রয়োজন নেই। সব খরচ বহন করবে স্পনসররাই।

ফার্মেসি বিভাগের শিক্ষার্থী শাহাবুদ্দিন নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর এতোবড় স্ক্রীণে সবার সাথে খেলা দেখতে পেরে খুবই আনন্দিত আমি। আমরা সকল শিক্ষার্থীরা এর মাধ্যমে প্রিয় দল নিয়ে নিজেদের সকল আবেগ ভাগ করে নিতে পারব। সবার মধ্যে বিশ্বকাপ নিয়ে উত্তেজনা এখন আরো প্রখর। মনে হচ্ছে যেনো আমরাও গ্যালারিতে বসে খেলা দেখছি। আমি ধন্যবাদ জানাই তাদের যাদের মাধ্যমে বিশ্বকাপের এই আমেজ ইবি ক্যাম্পসেও বহমান।

বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী কামরুল বলেন, আমরা সত্যিই অনেক গর্বিত। কারণ, আমাদের বিভাগ থেকে এই জায়ান্ট স্ক্রীণের সকল দায়িত্ব পালন করা হচ্ছে। আমাদের ডীন স্যারের তত্ত্বাবধানে বিভাগের সকল ভাইয়েরাই এই দায়িত্বে রয়েছে।

এর আগে গতকাল ২০ নভেম্বর বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী সাব্বির আহমেদের সঞ্চালনায় জায়ান্ট স্ক্রীণটিতে কাতার বিশ্বকাপ ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান ও খেলাটি সরাসরি ক্রিকেট মাঠে বসে উপভোগ করেন শিক্ষার্থীরা।