প্রিন্ট করুন প্রিন্ট করুন

ইর্স্টান লুব্রিকেন্টসের নতুন চেয়ারম্যান নিয়োগ

eastern

নিজস্ব প্রতিবেদক: ইর্স্টান লুব্রিকেন্টস লিমিটেডের নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আবু হেনা মোহাম্মদ রহমাতুল মোনেম কে কোম্পানিটির নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত করে। গত চার জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়।

উল্লেখ্য, ১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে। ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত ১৮ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। কোম্পানিটির মোট নয় লাখ ৯৪ হাজার শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে  দশমিক ১০ শতাংশ, সরকারি ৫১ শতাংশ,প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২২ দশমিক ৮৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৬ দশমিক দুই শতাংশ শেয়ার রয়েছে।