শেয়ার বিজ ডেস্ক: রমজান মাসে ইসরাইলি পণ্য বয়কটে যুক্তরাজ্যে প্রচারণা শুরু করেছে ফ্রেন্ডস অব আল-আকসা। ইসরাইলি পণ্য বয়কট করতে লন্ডনসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহরে প্রচারণা শুরু করেছেন এ সংগঠনের সদস্যরা। খবর: আরব নিউজ।
ইসরাইলি পণ্য বয়কটে সচেতনতার আহ্বান জানিয়ে ২০ হাজারের বেশি লিফলেট বিতরণ করেছে ফ্রেন্ডস অব আল-আকসা। হ্যাশট্যাগ ‘চেক দ্য লেবেল’ (#ঈযবপশঞযবখধনবষ) ব্যবহার করে টুইটারেও তাদের প্রচারণা চালাতে দেখা গেছে।
রমজানজুড়ে যুক্তরাজ্য ও ইউরোপের মুসলমানরা যেন ইসরাইলি পণ্য না কেনে, প্রচারণায় এ আহ্বান জানানো হচ্ছে।
এশিয়ার মরক্কো ও মালয়েশিয়ায়ও এ প্রচারণার পক্ষে কার্যক্রম চালু হয়েছে বলে জানা গেছে।
যুক্তরাজ্যে গত শুক্রবার জুমার নামাজের সময় লিফলেট বিতরণ করা হয়। এতে লেখা রয়েছে, ইসরাইলি খেজুর ছাড়াই চলুক এবারের রমজান।
প্রচারণায় যুক্তরা জানান, ২০২৩ সালের ৭৬ দিনে ইসরাইল অন্তত ৮৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে।
প্রসঙ্গত, ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধ শেষে, ইসরাইল পূর্ব জেরুজালেমসহ গাজা উপত্যকা ও পশ্চিম তীর দখল করে নেয়, যা ফিলিস্তিনি কর্তৃপক্ষ নিজের দাবি করে আসছে। গত বছরের মার্চ ও এপ্রিলে ইসরাইলে একাধিক প্রাণঘাতী হামলার পর থেকে ইসরাইলি বাহিনীর দফায় দফায় অভিযান শুরু হয় ফিলিস্তিনের বিভিন্ন শহরে। বিশেষ করে বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতায় বসার পর পশ্চিম তীরে উত্তেজনা আরও বেড়ে যায়।
সম্প্রতি ফিলিস্তিনিদের নিন্দা ও তীব্র আপত্তি উপেক্ষা করে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইতেমার বেন-গাভিরের সফরের ঘটনায় তোলপাড় শুরু হয়। সফরে আল আকসাকে হামাসের সম্পদ হতে দেয়া হবে না বলেও হুশিয়ারি দেন বেন গাভির। এরপর সংকট আরও গভীর হতে শুরু করে।
ফ্রেন্ডস অব আল-আকসার জনসংযোগ প্রধান শামিউল জোয়ার্দার বলেন, এবারের রমজানে অন্য যেকোনো সময়ের চেয়ে ইসরাইলি পণ্য বয়কটের উত্তম সময়। ইসরাইলি পণ্য চেনার জন্য লেবেল দেখার আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, আমরা একটি বর্ণবাদী রাষ্ট্রকে আমাদের অর্থ দিতে পারি না। দেশটি আন্তর্জাতিক আইন ভঙ্গ করে ফিলিস্তিনি শিশু ও নিরপরাধ নাগরিকদের হত্যা করছে।