নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিমা খাতের কোম্পানি ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত সপ্তাহে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪৫ দশমিক ৬০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৫০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৫ লাখ ৫০ হাজার টাকা।
এদিকে সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৭৭ শতাংশ বা ২ টাকা ৫০ পয়সা বেড়ে প্রতিটি শেয়ার সর্বশেষ ২৮ টাকা ১০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনজুড়ে ১৭ হাজার ১২২টি শেয়ার ৩১ বার হাতবদল হয়, যার বাজারদর ৪ লাখ টাকা। দিনভর শেয়ারদর ২৮ টাকা ১০ পয়সায় হাতবদল হয়।
এদিকে সম্প্রতি চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২২) প্রতিবেদন প্রকাশ করেছে সদ্য পুঁজিবাজারে আসা ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আর এই প্রান্তিকে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে। জানা গেছে, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির মুনাফা হয়েছে এক কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা, আগের হিসাববছরের একই সময়ে যা ছিল এক কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা। অর্থাৎ এ তিন মাসে মুনাফা বেড়েছে ১৮ লাখ টাকা। তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৮ পয়সা, আগের হিসাববছরের একই সময়ে যা ছিল ৫২ পয়সা। আইপিও শেয়ার বিবেচনায় নিলে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দাঁড়াবে ৩৫ পয়সা।
তবে প্রথম তিন প্রান্তিক (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২২) বা ৯ মাসে কোম্পানিটির (ইপিএস) হয়েছে ১ টাকা ৫ পয়সা, আগের হিসাববছরের একই সময়ে যা ছিল ৮৬ পয়সা। আর তিন প্রান্তিকে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে তিন কোটি ১৯ লাখ ৪০ হাজার টাকা, আগের হিসাববছরের একই সময়ে যা ছিল দুই কোটি ৬২ লাখ ৭০ হাজার টাকা। আর প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ার বিবেচনায় নিলে তিন প্রান্তিকে প্রতিষ্ঠানটির ইপিএস দাঁড়াবে ৬৩ পয়সা।
এছাড়া ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর আইপিও-পূর্ব পরিশোধিত শেয়ারের ভিত্তিতে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৬৯ পয়সা, আইপিও-পরবর্তী পরিশোধিত শেয়ারের ভিত্তিতে যা দাঁড়াবে ১৫ টাকা ৮১ পয়সা। তৃতীয় প্রান্তিক শেষে অর্থাৎ ৩০ সেপ্টেম্বরে কোম্পানিটির মোট শেয়ারসংখ্যা ছিল তিন কোটি তিন লাখ ৯১ হাজার ৬৬০, আইপিও শেয়ার বিবেচনায় নিলে যা দাঁড়াবে ৫ কোটি ৬ লাখ ৫২ হাজার ৭৬৬। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) প্রক্রিয়া শেষে সম্প্রতি ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের লেনদেন শুরু হয়েছে। এর আগে আইপিও আবেদনকারীদের জন্য বরাদ্দকৃত শেযার তাদের বেনিফিশারি ওনার্স (বিও) অ্যাকাউন্টে পাঠিয়েছে কোম্পানিটি। এর আগে চলতি বছরের ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত কোম্পানিটির আইপিও গ্রহণ করা হয়। আইপিওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের দুই কোটি দুই লাখ ৬১ হাজার ১০৬টি শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে মোট ২০ কোটি ২৬ লাখ টাকা উত্তোলন করেছে কোম্পানিটি। উত্তোলিত অর্থ ফিক্সড ডিপোজিট, সরকারি সিকিউরিটিজ ও পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ করার পাশাপাশি গ্রণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৭ দশমিক ৮৬ শতাংশ। এর পরের অবস্থানগুলোয় থাকা যথাক্রমে কোহিনুর কেমিক্যালস কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৩ দশমিক ৭৭ শতাংশ। ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১০ দশমিক ৭১ শতাংশ। পঞ্চম অবস্থানে থাকা দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর ৯ দশমিক ০৬ শতাংশ বেড়েছে।