Print Date & Time : 27 September 2021 Monday 10:00 am

ইসলামী ব্যাংকের চণ্ডিপুল উপশাখা উদ্বোধন

প্রকাশ: June 24, 2021 সময়- 12:15 am

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সিলেটের দক্ষিণ সুরমা শাখার অধীনে চণ্ডিপুল উপশাখা চালু করেছে। গত সোমবার সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ইভিপি ও সিলেট জোনপ্রধান শিকদার মো. শিহাবুদ্দীন এবং স্বাগত বক্তব্য দেন দক্ষিণ সুরমা শাখার প্রধান মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাইপাস ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক নূর আহম্মদ খান সাদেক। ধন্যবাদ জ্ঞাপন করেন উপশাখা ইনচার্জ আব্দুল ওয়াহিদ। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি