ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল প্রাঙ্গণে সপ্তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড গতকাল শুক্রবার উদ্বোধন করা হয়। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান প্রধান অতিথি হিসেবে এটি উদ্বোধন করেন। বাংলাদেশ রসায়ন সমিতি আয়োজিত ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মো. আখতার উজ্জামান এবং ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান সৈয়দ আহসানুল আলম। এতে সভাপতিত্ব করেন ঢাবির রসায়ন বিভাগের চেয়ারম্যান নীলুফার নাহার। এ সময় উপস্থিত ছিলেন সাবেক মুখ্য সচিব মো. আবদুল করিম, বাংলাদেশ রসায়ন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবুল বাশার মিয়া প্রমুখ।