Print Date & Time : 17 April 2021 Saturday 2:29 am

ইসলামী ব্যাংকে ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠিত

প্রকাশ: February 29, 2020 সময়- 01:41 am

ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) কর্তৃক আয়োজিত ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠান গত বৃহস্পতিবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক মো. নাজমুল হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী ও ডিএমডি মো. সালেহ ইকবাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইবিটিআরএ’র মহাপরিচালক এসএম রবিউল হাসান। স্বাগত বক্তব্য দেন ইভিপি কেএম মুনীরুল আলম আল-মামুন। বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১২২ জন শিক্ষার্থী দুই মাসব্যাপী ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশ নেন। বিজ্ঞপ্তি