প্রিন্ট করুন প্রিন্ট করুন

ইসলামী ব্যাংক-রিয়া মানি রেমিট্যান্স উৎসবের মোটরসাইকেল হস্তান্তর

ইসলামী ব্যাংক-রিয়া মানি ট্রান্সফার ক্যাশ রেমিট্যান্স উৎসবে বগুড়া জোনের অধীনে বিজয়ীদের কাছে মোটরসাইকেল হস্তান্তর অনুষ্ঠান গত বুধবার বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) অনুষ্ঠিত হয়। ব্যাংকের এএমডি মুহাম্মদ কায়সার আলী মালয়েশিয়া প্রবাসী আফসার আলী, শেখ মো. হান্নান ও মিজানুর রহমানের পাঠানো রেমিট্যান্সের প্রেক্ষিতে উল্লাপাড়া, মহাস্থানগড় ও দুপচাঁচিয়া শাখার গ্রাহক তানজিলা খাতুন, মোছা. মর্জিনা বিবি এবং মুর্শিদার কাছে এ পুরস্কার হস্তান্তর করেন। এ সময় ব্যাংকের ডিএমডি মো. নাইয়ার আজম, এসইভিপি জিএম মোহা. গিয়াস উদ্দিন কাদের, ইভিপি এ কে এম মাহবুব মোর্শেদ এবং বগুড়া জোনপ্রধান মো. রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি