প্রিন্ট করুন প্রিন্ট করুন

ইয়াহুর শতকোটি গ্রাহকের তথ্য চুরি

 

শেয়ার বিজ ডেস্ক: মার্কিন প্রযুক্তি জায়ান্ট ইয়াহু ফের বড় ধরনের সাইবার আক্রমণের তথ্য প্রকাশ করেছে। ২০১৩ সালের আগস্টের এ হামলায় শতকোটির বেশি গ্রাহকের ডেটা হাতিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।

এ হামলাকে ইতিহাসের সবচেয়ে বড় উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, চলতি বছর সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটির প্রকাশিত ২০১৪ সালের ডেটা লঙ্ঘনের ঘটনায় আক্রান্ত গ্রাহকের চেয়ে এবারের অঙ্কটা দ্বিগুণ। ওই আক্রমণে অন্তত ৫০ কোটি অ্যাকাউন্ট আক্রান্ত হয়, এর পরিপ্রেক্ষিতে ৪৮৩ কোটি ডলারের বিনিময়ে ইয়াহুর মূল ব্যবসায় কিনতে দেওয়া প্রস্তাব থেকে ভেরাইজন সরে আসতে পারে বলে তখন জানা গেছে।

সর্বশেষ এ হামলার ঘটনা প্রকাশের পর ভেরাইজনের পক্ষ থেকে বলা হয়, আমরা যে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়ার আগে প্রভাবটা যাচাই করে দেখবো।

ইয়াহুর এক মুখপাত্র জানান, এক সময় ইন্টারনেট  সেবা ব্যবসায় আধিপত্য বজায় রাখা প্রতিষ্ঠানটি ডেটা লঙ্ঘন নিয়ে তদন্ত চলাকালে ভেরাইজনের সঙ্গে যোগাযোগ রাখছে আর এ ঘটনা ক্রয়চুক্তিতে প্রভাব  ফেলবে না বলে বিশ্বাস তাদের।

ইয়াহুর পক্ষ থেকে সব গ্রাহকের পাসওয়ার্ড ‘রিসেট’ করতে বলা হয়েছে। বুধবার প্রতিষ্ঠানটি আরও জানায়, আগের বার এ আক্রমণের পেছনে থাকা হ্যাকাররা প্রতিষ্ঠানটির স্বত্বাধিকার কোড অ্যাকসেস করে নিয়েছে। এর মাধ্যমে হ্যাকাররা পাসওয়ার্ড ছাড়াই একটি অ্যাকসেস নিয়ে নিতে পেরেছে।

তবে যে সিস্টেম এ সাইবার হামলার শিকার হয়েছে, সেখানে গ্রাহকদের লেনদেন কার্ড ডেটা ও ব্যাংক অ্যাকাউন্ট তথ্য ‘রাখা হয়নি বলে বিশ্বাস’ প্রতিষ্ঠানটির। আইন প্রণয়নকারী সংস্থা থেকে দেওয়া ডেটা পাওয়ার পর তা যাচাইয়ের সময় এ লঙ্ঘনের ঘটনা প্রকাশ পায় বলে জানিয়েছে তারা।

সর্বশেষ লেনদেনের খবর অনুযায়ী, ইয়াহুর শেয়ার মূল্য ২ দশমিক ৪ শতাংশ কমে শেয়ারপ্রতি ৩৯ দশমিক ৯১ ডলারে এসে দাঁড়িয়েছে।