প্রিন্ট করুন প্রিন্ট করুন

উগ্রবাদ প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

প্রতিনিধি, নরসিংদী: নরসিংদীতে উগ্রবাদ প্রতিরোধে শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বাংলাদেশ শিশু একাডেমি নরসিংদী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের আয়োজনে সেমিনারের উদ্বোধন করেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। এতে গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীসহ প্রায় দুই শতাধিক লোক অংশগ্রহণ করে।

ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সহকারী পুলিশ কমিশনার মো. মাহমুদুজ্জামান উগ্রবাদ প্রতিরোধ বিষয়ক তথ্য ও করণীয় বিষয় উপস্থাপন করেন।

সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন, শহিদুল ইসলাম সোহাগ, নরসিংদী ইন্ডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা প্রমুখ।