প্রিন্ট করুন প্রিন্ট করুন

উচ্ছ্বাসে ভাসছেন রোনালদো

ক্রীড়া ডেস্ক: প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মিলন ছাড়া একে আর কী বলবেন? ফিফার বর্ষসেরার দৌড়ে এবার অন্যদের চেয়ে এগিয়ে ছিলেন তিনি। বিশ্লেষকরাও এবার এ নিয়ে দ্বিধায় ছিলেন না। সেই ফেবারিট ক্রিস্টিয়ানো রোনালদোর হাতেই উঠলো ফিফা বর্ষসেরার পুরস্কার। রিয়াল মাদ্রিদের পর্তুগীজ তারকা হলেন এ গ্রহের সেরা ফুটবলার।

গত পরশু রাতে সুইজারল্যান্ডের জুরিখে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে কোনো নাটকীয়তা ছাড়াই রোনালদোর নাম ঘোষণা করলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আসলে বছরজুড়ে নিজ দেশ আর ক্লাবের হয়ে দুর্দান্ত ফুটবল খেলে অন্যদের চেয়ে ঢের এগিয়ে ছিলেন তিনি। এ লড়াইয়ে এবার বার্সেলোনার আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ও অ্যাথলেটিকো মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিজম্যানকে পেছনে ফেলেন রোনালদো। ৩১ পেরিয়ে যাওয়া এই প্লেø মেকার এ নিয়ে চতুর্থবারের মতো হলেন ফিফার বর্ষসেরা ফুটবলার।

প্রতিটি পুরস্কারই আসলে নতুন অনুপ্রেরণা নিয়ে আসা। এটিও তার ব্যতিক্রম নয়। উচ্ছ্বাসে ভাসছেন রোনালদো। বলছিলেন, ‘সত্যি বলতে কি, ২০১৬ আমার ক্যারিয়ারের সেরা বছর। আসলে এই ট্রফি এটাই বলে দেয় যে, মানুষ অন্ধ নয় এবং তারা খেলা দেখে। গত এক বছরে জাতীয় দল ও ক্লাবের হয়ে যা পেয়েছি, তা অবিশ্বাস্য! এ বছরটি আমি কখনও ভুলতে পারব না।’

আসলেই তাই। সাফল্যের ধারাতেই গোটা বছর ছিলেন রোনালদো। এজন্য হয়েছেন ইউরোপের বর্ষসেরাও। রিয়াল মাদ্রিদকে এনে দিয়েছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। আবার তার হাত ধরেই প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপ পেয়েছে পর্তুগাল। এ সময়টায় সিআর সেভেন ক্লাবের হয়ে ৪২ গোল ও দেশের হয়ে ১৩ গোল করেছেন। সব মিলিয়ে সেরা ফুটবলারটির হাতেই  ফিফার বর্ষসেরার ট্রফি উঠেছে।