প্রিন্ট করুন প্রিন্ট করুন

উত্তরাঞ্চলে অনির্দিষ্টকালের ট্রাক-লরি ধর্মঘট

রংপুর প্রতিনিধি: রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলায় পুলিশি হয়রানি বন্ধসহ সাত দফা দাবি আদায়ের জন্য উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংকলরি, কভার্ডভ্যান ও পিকআপ মালিক-শ্রমিক ঐক্যপরিষদ গতকাল বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে নেমেছে।

ট্রাক-ট্যাকলংরি, কভার্ডভ্যান ও পিকআপের কাগজপত্র চেকিংয়ের নামে পুলিশি হয়রানি বন্ধসহ সাত দফা দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গে ট্রাক-ট্যাংকলরির ধর্মঘট শুরু হয়েছে। উত্তরবঙ্গ ট্রাক, টাংকলরি, কভার্ডভ্যান ও পিকআপ মালিক-শ্রমিক ঐক্যপরিষদ এ ধর্মঘটের ডাক দিয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব পণ্য পরিবহনকারী যানবাহন বন্ধ থাকবে। দাবিগুলো হলো ট্রাক-ট্যাংকলরি, কভার্ডভ্যান ও পিকআপের বাম্পার সাইড অ্যাঙ্গেল এবং হুক একতরফাভাবে খোলার সরকারি আদেশ প্রত্যাহার করতে হবে। ট্রাক, ট্যাংকলরি, কভার্ডভ্যান ও পিকআপের ট্যাক্স টোকেন, ফিটনেস, রুট পারমিটের বকেয়া সুদ মওকুফ করতে হবে। বিভিন্ন স্থানে স্থাপিত ওজন স্কেলের নামে চাঁদাবাজি ও হয়রানি বন্ধ করতে হবে। সড়ক-মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ করতে হবে। ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে হয়রানি বন্ধ করতে হবে। নতুন ড্রাইভিং লাইসেন্স ও হ্যাভি লাইসেন্স সহজ শর্তে দিতে হবে।

উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংকলরি, কভার্ডভ্যান ও পিকআপ মালিক-শ্রমিক ঐক্যপরিষদের সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম জানান, সাত দফা দাবিতে সরকার ও প্রশাসনের কাছে বার বার আবেদন করা হয়েছে। কিন্তু কেউ কর্ণপাত করেনি। তাই বাধ্য হয়ে কর্মসূচি দেওয়া হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ ধর্মঘট অব্যাহত থাকবে।