প্রিন্ট করুন প্রিন্ট করুন

উত্তর কোরিয়ায় জ্বরে মৃত্যু ২১

শেয়ার বিজ ডেস্ক: উত্তর কোরিয়ায় জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে ২১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন হাজার মানুষ। খবর: আল জাজিরা।

দেশটি প্রথমবারের মতো চলতি সপ্তাহে কভিড-১৯-এ আক্রান্ত রোগী শনাক্ত করার কথা জানায়। তবে এতদিন ধরে দেশটি দাবি করে আসছিল, সেখানে কোনো করোনা নেই। পরে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ শুক্রবার জানায়, করোনা-আক্রান্ত হয়ে দেশে প্রথমবারের মতো মৃত্যুর ঘটনা ঘটেছে।

এদিকে দেশটির শীর্ষ নেতা কিম জং উন বলেন, কভিড-১৯-এর প্রাদুর্ভাব দেশকে ‘মহা অশান্তির’ মধ্যে

ফেলে দিয়েছে।

গত মাসের শেষদিক থেকে দেশজুড়ে ছড়িয়ে পড়া জ্বরে এ পর্যন্ত অন্তত ২৭ জনের মৃত্যু এবং পাঁচ লাখ ২৪ হাজার ৪৪০ জন আক্রান্ত হয়েছেন। জ্বরে আক্রান্ত হয়ে মৃতদের কতজন করোনায় আক্রান্ত ছিলেন তা জানানো হয়নি।

দেশটি জানায়, দুই লাখ ৪৩ হাজার ৬৩০ জন এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন। বাকি দুই লাখ ৮০ হাজার ৮১০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। দেশটি কোনো নাগরিক করোনার টিকা নেননি। তা ছাড়া করোনা পরীক্ষা করার সক্ষমতাও কম বিশ্ব থেকে একপ্রকার বিচ্ছিন্ন দেশটির।

পরিস্থিতি সামাল দিতে দেশটির ক্ষমতাসীন সরকার জরুরি বৈঠকে বসে বলে জানায় কেসিএনএ। এতে কিম জং উন বলেন, প্রতিষ্ঠার পর থেকে আমাদের দেশে ছড়িয়ে পড়া মারাত্মক অশান্তি এ মহামারি।

মহামারিতে দেশটিতে করোনায় আক্রান্ত হওয়ার কিছু ঘটনা ঘটলেও সরকারিভাবে তা নিশ্চিত করা হয়নি।

প্রতিবেশী চীন ও দক্ষিণ কোরিয়া এ ভাইরাস সামলেছে। বর্তমানে করোনার ওমিক্রন ধরন সামলাতে লড়াই করছে বেইজিং।

গত বছর কেসিএনএ জানায়, কভিড-সংক্রান্ত ‘গুরুতর ঘটনার’ জন্য শীর্ষ কর্মকর্তাদের তিরস্কার করেছিলেন কিম। এরপর সেপ্টেম্বরে হাজমাত স্যুট ও মাস্ক পরা একদল সেনা সামরিক কুচকাওয়াজে অংশ নেন। এটি দেখার পর কিছু বিশেষজ্ঞ মনে করছেন, দেশটিতে করোনার বিস্তার ঠেকাতে বিশেষ বাহিনী গঠন করা হয়েছে। ২০১৯ সালের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। তখন থেকেই উত্তর কোরিয়া বলে আসছিল, সেখানে করোনার অস্তিত্ব নেই।