শেয়ার বিজ ডেস্ক: একের পর এক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, পারমাণবিক অস্ত্র তৈরির বিপুল কাঁচামাল মজুতের খবরের মধ্যেই উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়া রাজি থাকলে ২১ জুলাই সীমান্তবর্তী টঙ্গিলগাক ভবনে এ আলোচনা হতে পারে। খবর বিবিসি।
যুক্তরাষ্ট্রে আঘাত আনতে সক্ষম পিয়ংইয়ংয়ের এমন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার পরে দক্ষিণ কোরিয়া আলোচনার এ প্রস্তাব দিল। সিউলের এক কর্মকর্তা বলছে, প্রতিবেশী দেশটির একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে ওই অঞ্চলে যে উত্তেজনার দেখা দিয়েছে, তা কমানোর জন্য এ বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে। দেশটির নতুন প্রেসিডেন্ট মুনও উত্তর কোরিয়ার সঙ্গে সুসম্পর্ক স্থাপনে আগ্রহী।
সম্প্রতি জার্মানির বার্লিনে এক অনুষ্ঠানের জি মুন বলেছিলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা ও ব্যবহার বন্ধে তিনি একটি দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
এর আগে ২০১৫ সালে দুই দেশের মধ্যে সর্বশেষ বৈঠক হয়েছিল। তবে এবার উত্তর কোরিয়া দক্ষিণের এ প্রস্তাব রাখবে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। কারণ সিউলের এ প্রস্তাবে এখনও কোনো সাড়া দেয়নি পিয়ংইয়ং।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সু চো সুক জানিয়েছেন, বৈঠকটি হলে সেটি হবে দুই দেশের সীমন্তবর্তী উত্তর কোরিয়ার একটি বেসামরিক এলাকায়।