প্রিন্ট করুন প্রিন্ট করুন

উত্থানের এক দিন পর ফের ডিএসইতে সূচকের পাশাপাশি কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত থাকলেও সূচক ও লেনদেনে উত্থান দেখা গেছে। তবে উত্থানের পরদিন গতকাল ফের সূচকের পাশাপাশি লেনদেন কমেছে। তবে গতকালও সিংহভাগ কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত ছিল। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল লেনদেনের শুরু থেকে শেষ সময় পর্যন্ত সূচকের উত্থান-পতনের চিত্র দেখা গেছে। অন্যদিকে দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।

গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১৩ দশমিক ২৩ পয়েন্ট বা শূন্য দশমিক ২০ শতাংশ কমে ছয় হাজার ৫১৮ দশমিক ৩৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ দশমিক ৪৬ পয়েন্ট বা দশমিক ১০ শতাংশ কমে এক হাজার ৪২২ দশমিক ০৮ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৭ দশমিক ৬৫ পয়েন্ট বা দশমিক ৩২ শতাংশ কমে দুই হাজার ৩২৬ দশমিক ১৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ১ হাজার ২৮৪ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৫৩৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে লেনদেন কমেছে ২৪৮ কোটি ৬৭ লাখ টাকা। এদিন ২৬ কোটি ৫২ লাখ ৮২ হাজার ১৮টি শেয়ার ২ লাখ ১১ হাজার ৬১৮ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৭৪ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত ছিল ১৭৮টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ওরিয়ন ফার্মা লিমিটেড। কোম্পানিটির ৮২ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেডের ৭১ কোটি ৮৩ লাখ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৬০ কোটি ৪৩ লাখ, বিবিএস কেবল্স লিমিটেডের ৫৭ কোটি ৪ লাখ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ৪৬ কোটি ৪১ লাখ, জেএমআই হসপিটাল অ্যান্ড রিকুইজিট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ৩৯ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে গতকাল ৮ দশমিক ২৩ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। এর পরের অবস্থানে থাকা লুবরেফ বাংলাদেশ লিমিটেডের ৭ দশমিক ৮৯ শতাংশ, জেমিনি সি ফুড লিমিটেডের ৬ দশমিক ৪০ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ৬ দশমিক ০৬ শতাংশ, ইয়াকিন পলিমার লিমিটেডের ৫ দশমিক ৮১ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৩৭ দশমিক ১৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৩২ শতাংশ কমে ১১ হাজার ৫০৮ দশমিক ৫৬ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৬০ দশমিক ৭৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৩১ শতাংশ কমে ১৯ হাজার ১৯৯ দশমিক ৪৩ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত ছিল ৯৪টির দর। সিএসইতে এদিন ২১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৯ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।