প্রিন্ট করুন প্রিন্ট করুন

উদ্যোক্তাদের মধ্যে অগ্রণী ব্যাংকের ঋণ বিতরণ

 

রাজশাহী প্রতিনিধি: অগ্রণী ব্যাংক লিমিটেড নওহাটা শাখা প্রান্তিক পর্যায়ে নারী উদ্যোক্তাদের মধ্যে ‘বকনা বাছুর’ কেনার জন্য ঋণ বিতরণ করেছে। মঙ্গলবার সকালে নওহাটা শাখার অন্তর্ভুক্ত হুজুরীপাড়া ইউনিয়নের নারী উদ্যোক্তাদের মধ্যে এ ঋণ বিতরণ করেন বাংলাদেশ ব্যাংক রাজশাহীর নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) লাইলা বিলকিস আরা। এতে সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক লিমিটেড রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক এসএম নুরুল আহসান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক মহাব্যবস্থাপক নুরুন্নাহার, পবার ২ নম্বর হুজুরীপাড়া

ইউনিয়ন চেয়ারম্যান মো. আখতার ফারুক। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অগ্রণী

ব্যাংক লিমিটেড নওহাটা শাখার ব্যবস্থাপক আমিরুল ইসলাম। সহযোগিতায় ছিলেন নারী উদ্যোক্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা বেগম প্রমুখ।