প্রিন্ট করুন প্রিন্ট করুন

উন্নয়ন মেলা ২০১৭ : বিএসইসি থাকছে ২৯ জেলায়

নিজস্ব প্রতিবেদক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের সাফল্য সম্পর্কে জনগণকে অবহিত করার লক্ষ্যে আজ থেকে দেশের সকল জেলা ও উপজেলা সদরে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘উন্নয়ন মেলা- ২০১৭’।
এবারের মেলার প্রতিপাদ্য ‘উন্নয়নের জন্য গণতন্ত্র- শেখ হাসিনার মূলমন্ত্র’।
এ ব্যাপারে ড. দেওয়ান এম. হুমায়ুন কবির বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা তিনটায় তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে এই অনুষ্ঠানটির উদ্বোধন করবেন।’
রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘উন্নয়ন মেলা- ২০১৭’-এর সাফল্য কামনা করে পৃথক বাণী দিয়েছেন।

৬৪ জেলায় উন্নয়ন মেলার আয়োজন করা হলেও পুঁজিবাজার সংশ্লিষ্টতা আছে এমন ২৯টি জেলায় আয়োজিত মেলায় অংশ নিচ্ছে পুঁজিবাজারের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। মেলায় পুঁজিবাজার নিয়ে সরকারের গৃহীত ও বাস্তবায়িত পদক্ষেপ অর্থাৎ পুঁজিবাজারের সামগ্রিক উন্নয়ন ও বিনিয়োগ ব্যবস্থা তুলে ধরা হবে।(বাসস)