নিজস্ব প্রতিবেদক: তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। গতকাল শুরু হওয়া এ মেলায় প্রান্তিক পর্যায়ে পুঁজিবাজারকে ছড়িয়ে দিতে ২৮টি জেলায় অংশ নিচ্ছে পুঁজিবাজারের স্টেকহোল্ডাররা। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, কুমিল্লা, বগুড়া ফরিদপুর, বরিশাল, পাবনা, নরসিংদী, নারায়ণগঞ্জ, নওগাঁ, ময়মনসিংহ, টাঙ্গাইল, রংপুর, রাজশাহী, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুষ্টিয়া, কিশোরগঞ্জ, খুলনা, ফেনী, যশোর, জামালপুর, সিরাজগঞ্জ, গাজীপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় পুঁজিবাজারের স্টল থাকবে। মেলার স্টলগুলোতে পুঁজিবাজারবিষয়ক বিভিন্ন প্রকাশনী প্রদর্শন করা হবে।
এ লক্ষ্যে গত রোববার পুঁজিবাজারের স্টেকহোল্ডারদের সমন্বয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংবাদ সম্মেলনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান, ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি আহমেদ রশিদ লালী ও মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মো. ছায়েদুর রহমানসহ সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় মাজেদুর রহমান বলেন, আমাদের প্রচেষ্টার ফসল হিসেবে কী অর্জন করতে পেরেছি; সেটা সাধারণের কাছে পৌঁছানো মেলার প্রধান উদ্দেশ্য।