নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক ও লেনদেনে পতনের মধ্য দিয়ে সপ্তাহের দ্বিতীয় দিন গতকাল সোমবার কার্যদিবস শেষ হয়।
তথ্যানুযায়ী, দিনশেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪ দশমিক ৮৭ পয়েন্ট বা শূন্য দশমিক ২৬ শতাংশ কমে পাঁচ হাজার ৬২০ দশমিক ২৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক চার দশমিক ৬১ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৫ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৩০৭ দশমিক ৪৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক সাত দশমিক ৬৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ কমে অবস্থান করছে দুই হাজার ২৯ দশমিক ৬৮ পয়েন্টে।
দিনজুড়ে ডিএসইতে ৩২৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১০২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কমেছে ১৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটদর। দিনশেষে অপরিবর্তিত ছিল ৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটদর।
ডিএসইতে গতকাল এক হাজার ২০ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনে ছিল এক হাজার ৩৯৩ কোটি ১৯ লাখ টাকা। সেই হিসেবে লেনদেন কমেছে ৩৭২ কোটি ৯০ লাখ টাকা।
ডিএসইতে গতকাল দর বাড়ার শীর্ষে ছিল প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড। এর দর আট দশমিক ১৫ শতাংশ বেড়ে গতকাল প্রতিটি শেয়ার সর্বশেষ ১৪ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়। এদিন এক হাজার ৬০৫ বারে কোম্পানির ৬০ লাখ ৭০ হাজার ৩৬৭টি শেয়ার লেনদেন হয়, যার বাজারদর আট কোটি ৭১ লাখ ১২ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর শেয়ারদর সাত দশমিক শূন্য তিন শতাংশ বেড়ে প্রতিটি শেয়ার সর্বশেষ ৫৪ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়। এদিন এক হাজার ৯০৬ বারে কোম্পানির ২৮ লাখ ৬৫ হাজার ২৮২টি শেয়ার লেনদেন হয়, যার বাজারদর ১৫ কোটি ২৫ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের শেয়ারদর ৫ দশমিক ২৮ শতাংশ বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, বিডি ফাইন্যান্স, লংকাবাংলা ফাইন্যান্স, ফিনিক্স ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স, ন্যাশনাল টি ও জেমিনি সি ফুড।
দিনশেষে ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে কেয়া কসমেটিকস লিমিটেডের। দিনজুড়ে কোম্পানিটির ৯৯ লাখ ৫৬ হাজার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনে এর পরের অবস্থানে ছিল ইসলামী ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, অ্যাপোলো ইস্পাত, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, অ্যাকটিভ ফাইন কেমিক্যালস, তিতাস গ্যাস, মার্কেন্টাইল ব্যাংক ও বেক্সিমকো।
অন্যদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স মূল্যসূচক ২৯ দশমিক শূন্য ৯ পয়েন্ট কমে ১০ হাজার ৫৪৫ দশমিক ৭৬ পয়েন্টে অবস্থান করছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৩ দশমিক ১৬ পয়েন্ট কমে ১৭ হাজার ৩৯০ দশমিক শূন্য আট পয়েন্টে অবস্থান করে।
সিএসইতে মোট ২৫৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ৬৯টির দর বেড়েছে। কমেছে ১৫১টি প্রতিষ্ঠানের। দিনশেষে অপরিবর্তিত ছিল ৩৮টি প্রতিষ্ঠানের দর।
সিএসইতে গতকাল ৫৯ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৯৪৮ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে কেয়া কসমেটিকস লিমিটেডের। দিনজুড়ে কোম্পানিটির ৯ লাখ চার হাজার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনে এর পরের অবস্থানে ছিল জেনারেশন নেক্সট, বারাকা পাওয়ার, ইসলামী ব্যাংক, বেক্সিমকো, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, লংকাবাংলা ফাইন্যান্স, ইউনাইটেড এয়ার, ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক।