Print Date & Time : 16 August 2022 Tuesday 4:08 am

উৎপাদন বন্ধ করল টেসলা

শেয়ার বিজ ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় টেসলার মূল কারখানা তিন সপ্তাহের জন্য বন্ধ করা হয়েছে। মডেল ওয়াই গাড়িতে গ্রাহকের চাহিদা অনেক বাড়বে বলে ধারণা করছিল প্রতিষ্ঠানটি। সে কারণে এ মডেলের উৎপাদন বাড়ানোর পরিকল্পনাও ছিল টেসলার। কারখানা বন্ধ থাকায় এবার ওই পরিকল্পনা বাধার মুখে পড়বে। খবর: বিবিসি।

এর আগে টেসলাপ্রধান ইলন মাস্ক বলেছিলেন, তিনি উৎপাদন চালিয়ে যাওয়ার এবং সাধারণভাবে গাড়ি সরবরাহের প্রত্যাশা করছেন। টেসলার এ কারখানাটি ক্যালিফোর্নিয়ার আলামেডা কাউন্টিতে। শুধু ভ্রমণ এবং ব্যবসায়িক কার্যক্রম ‘খুব জরুরি হলে তা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে এ কাউন্টিতে।