প্রিন্ট করুন প্রিন্ট করুন

ঋণমান অবস্থানে ‘এ২’ পেলো এপেক্স ফুডস

নিজস্ব প্রতিবেদক: ঋণমান অবস্থানে (ক্রেডিট রেটিং) ‘এ২’ পেলো এপেক্স ফুডস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (সিআরএবি) লিমিটেডের রেটিং অনুযায়ী খাদ্য ও আনুষঙ্গিক খাতের তালিকাভুক্ত কোম্পানিটি রেটিং পেয়েছে ‘এ২’। ৩০ জুন ২০১৬ পর্যন্ত তিন মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ব্যাংকের দায়ের আলোকে এ রেটিং সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটি ১৯৮১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে। ৩০ জুন ২০১৬ পর্যন্ত সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ওই সময় শেয়ারপ্রতি আয় লোকসান হয়েছে দুই টাকা ৩২ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১০৮ টাকা ৬১ পয়সা।

২০১৫ সালে কোম্পানিটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল, যা আগের বছরের সমান। ইপিএস ছিল ১৪ টাকা ৮৮ পয়সা এবং এনএভি ছিল ১০৯ টাকা ১৬ পয়সা, যা আগের বছর একই সময় ছিল যথাক্রমে দুই টাকা ৯৯ পয়সা ও ৯৮ টাকা ৫৬ পয়সা। কর-পরবর্তী মুনাফা করেছিল আট কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকা, যা আগের বছর ছিল এক কোটি ৭০ লাখ ৯০ হাজার টাকা।

সর্বশেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর আগের দিনের চেয়ে শূন্য দশমিক ২৯ শতাংশ বা ৪০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ১৩৭ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ১৩৭ টাকা ৫০ পয়সা। দিনজুড়ে ৪২ হাজার ২৭৪টি শেয়ার মোট ২৩৩ বার হাতবদল হয়, যার বাজারদর ৫৮ লাখ ৩২ হাজার টাকা। শেয়ারদর সর্বনি¤œ ১৩৭ টাকা ২০ পয়সা থেকে সর্বোচ্চ ১৩৯ টাকা ২০ পয়সায় হাতবদল হয়।