Print Date & Time : 2 July 2022 Saturday 11:11 am

ঋণমান অবস্থান:  ‘এ+’ ও ‘এআর-৩’ পেলো এস আলম কোল্ড রোল্ড

নিজস্ব প্রতিবেদক: ঋণমান অবস্থানে (ক্রেডিট রেটিং) ‘এ+’ ও ‘এআর-৩’ পেলো এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।00

সূত্র জানায়, আলফা ক্রেডিট রেটিং (আলফা রেটিং) লিমিটেডের অনুযায়ী প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানি এস আলম কোল্ড রোল্ড স্টিলসের দীর্ঘ মেয়াদে  হয়েছে ‘এ+’ এবং স্বল্প মেয়াদে ‘এআর-৩’। ৩০ সেপ্টেম্বর ২০১৫ পর্যন্ত সমাপ্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ জুন ২০১৬ সমাপ্ত ৯ মাসের এবং ২৯ নভেম্বর ২০১৬ পর্যন্ত  তথ্যের আলোকে এ রেটিং সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ৩০ জুন ২০১৬ পর্যন্ত সমাপ্ত হিসাববছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ৩০ জুন ২০১৬ পর্যন্ত সমাপ্ত ৯ মাসে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা আট পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯ টাকা ৪৪ পয়সা। ৯ সেপ্টেম্বর ২০১৫ পর্যন্ত সময় ইপিএস হয়েছে এক টাকা ২৩ পয়সা এবং এনএভি ছিল ১৯ টাকা ৮৬ পয়সা।

ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ৭ জানুয়ারি চট্টগ্রামে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ  ছিল ৭ নভেম্বর।

২০১৫ সালে কোম্পানিটি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ওই বছর ইপিএস হয়েছে এক টাকা ২৩ পয়সা এবং এনএভি ছিল ১৯ টাকা ৮৬ পয়সা, যা আগের বছর একই সময় ছিল যথাক্রমে ৯৮ পয়সা ও ২০ টাকা ১২ পয়সা। কোম্পানিটি কর-পরবর্তী মুনাফা করেছিল ১২ কোটি সাত লাখ টাকা, যা আগের বছর ছিল ৯ কোটি ৬৫ লাখ ৮০ হাজার টাকা।

সব শেষে বার্ষিক প্রতিবেদন ও বাজারদরের ভিত্তিতে শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাতে ২৪ দশমিক শূন্য সাত শতাংশ এবং হালনাগাদ অনিরীক্ষিত ইপিএসের ভিত্তিতে ৩৮ দশমিক ৩৫ শতাংশ। ৩৫০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৩৮ কোটি ৩৭ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৫৩ কোটি ৬৫ লাখ টাকা। প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ইপিএস হয়েছে ১৯ পয়সা। এটি আগের বছরের একই সময় ছিল ২৯ পয়সা।