প্রিন্ট করুন প্রিন্ট করুন

ঋণমান প্রকাশ করেছে তিন কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: বস্ত্র খাতের কোম্পানি এমএল ডায়িং লিমিটেড, আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড এবং প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের ঋণমান অবস্থান (ক্রেডিট রেটিং) নির্ণয় করেছে যথাক্রমে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড এবং আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এমএল ডায়িং: কোম্পানিটি দীর্ঘমেয়াদে রেটিং পেয়েছে ‘এ মাইনাস’। আর স্বল্পমেয়াদে পেয়েছে ‘এসটি-২’। ৩০ জুন ২০২২ সমাপ্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে এ রেটিং দিয়েছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড।

কোম্পানিটি ২০১৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ৩১০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ২৩২ কোটি ৪৩ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ১২০ কোটি ৩৩ লাখ টাকা। কোম্পানিটির মোট ২৩ কোটি ২৪ লাখ ৩৪ হাজার ৯০টি শেয়ার রয়েছে। ডিএসই থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যমতে মোট শেয়ারের ৩০ দশমিক ৫৭ শতাংশ উদ্যোক্তা বা পরিচালক, প্রাতিষ্ঠানিক ১৭ দশমিক ২৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫২ দশমিক ১৬ শতাংশ শেয়ার রয়েছে।

বাংলাদেশ ফাইন্যান্স: কোম্পানিটি দীর্ঘমেয়াদে রেটিং পেয়েছে ‘এএ মাইনাস’। আর স্বল্পমেয়াদে পেয়েছে ‘এসটি-২’। ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে এ রেটিং দিয়েছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড।

আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানিটি ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৬০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১৮৮ কোটি ২৩ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ১২৬ কোটি ৫৪ লাখ টাকা। কোম্পানিটির মোট ১৮ কোটি ৮২ লাখ ৩৬ হাজার ২৬৭টি শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩১ দশমিক ২০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১২ দশমিক ৩৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে ৫৬ দশমিক ৪৬ শতাংশ শেয়ার রয়েছে।

জিপিএইচ ইস্পাত: কোম্পানিটি দীর্ঘমেয়াদে রেটিং পেয়েছে ‘এএ’। আর স্বল্পমেয়াদে পেয়েছে ‘এসটি-২’। ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৩ সালের ১৩ ফেব্রয়ারি পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে এ রেটিং দিয়েছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।

২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ‘এ’ ক্যাটেগরির এ কোম্পানি। অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৪৬০ কোটি ৮৪ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৬৮১ কোটি ২১ লাখ টাকা। কোম্পানিটির মোট ৪৬ কোটি ৮ লাখ ৪১ হাজার ৩৮৭টি শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যানুযায়ী কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের ৪৯ দশমিক ৬১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৭ দশমিক ৯৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩২ দশমিক ৪৬ শতাংশ শেয়ার রয়েছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২০২২) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ পয়সা (লোকসান), যা আগের বছর একই সময় ছিল এক টাকা ৮ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি আয় কমেছে এক টাকা ২০ পয়সা। অন্যদিকে প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর, ২০২২) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৮৪ পয়সা (লোকসান), আগের বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৬ পয়সা। অর্থাৎ প্রথমার্ধের হিসাবে শেয়ারপ্রতি আয় ৩ টাকা ৯০ পয়সা কমেছে। এছাড়া ২০২২ সালের ৩১ ডিসেম্বরে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৯৫ পয়সা, যা ২০২২ সালের ৩০ জুনে ছিল ২৮ টাকা ৭৯ পয়সা। প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ২ টাকা ২১ পয়সা (লোকসান), আগের বছর একই সময়ে ছিল ৮২ পয়সা।