প্রতিনিধি, ফেনী: ফেনীতে আওয়ামী লীগ এবং বিএনপি একই দিনে কর্মসূচি ঘোষণা করায় ফের ফেনীর রাজনীতিতে উত্তাপ দেখা দিয়েছে। উভয় দলের কর্মসূচি বর্তমানে শুধু শহরেই সীমাবদ্ধ নয়। শহরের পাশাপাশি উপজেলা শহরগুলোতেও একই দিনে দুই দলের কর্মসূচি ডাক দেয়ায় জনমনে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। জনসাধারণের দাবি, উভয় দলই বাংলাদেশের এবং এই ফেনী জেলার মানুষরাই এসব দলের আদর্শে বিশ্বাসী। সুতরাং এমন কোনো কর্মসূচি বা সহিংসতার সৃষ্টি যেন না করা হয়, যা এ জনপদের ক্ষতি সাধন করে।
বিএনপি এবং আওয়ামী লীগ উভয় দলীয় সূত্রে জানা যায়, আগামীকাল বিএনপি জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যে ঊর্ধ্বগতি এবং ভোলায় দুই নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশের ডাক দিয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল ফেনী সদর ও ফুলগাজী, আজ সোনাগাজী এবং আগামীকাল ছাগলনাইয়া ও দাগনভূঁইয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কেন্দ্র থেকে পাঠানো এ তথ্য নিশ্চিত করেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার। অন্যদিকে একই দিবসে বিক্ষোভ মিছিল ও শোক সভার ঘোষণা করেছে ফেনী জেলা আওয়ামী লীগ। এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সদস্য সচিব আলাউদ্দিন আলাল বলেন, আমাদের তারিখগুলো পূর্ব নির্ধারিত ছিল। আওয়ামী লীগ আমাদের এ তারিখগুলো দেখে নতুনভাবে সভা করার ঘোষণা দেয়। অর্থাৎ আমাদের কর্মসূচিকে বানচাল করার জন্যই তারা এ ধরনের হীনমন্য সিদ্ধান্ত নিয়েছে।
কর্মসূচির বিষয়ে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহীদ খন্দকার বলেন, ‘বিএনপি জ্বালাও-পোড়াও রাজনীতিতে বিশ্বাসী। কোনো ধরনের সহিংসতা যেন না ঘটে, সে জন্যই আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সরব রাখার জন্য এ কর্মসূচি ঘোষণা করেছে জেলা আওয়ামী লীগ।’
সোনাগাজীর আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে সোনাগাজী পৌরসভার মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন জানান, ‘২৯ আগস্ট সোনাগাজীতে জিরো পয়েন্টে আওয়ামী লীগের এবং সোনাগাজী পশ্চিম বাজারে ছাত্রলীগের শোকসভা অনুষ্ঠিত হবে।’ বিএনপির কর্মসূচি বিষয়ে তিনি বলেন, ‘দল আজ দীর্ঘ ১৩ বছর ক্ষমতায়, আমরা বিএনপির কোনোরূপ ক্ষতি করিনি। কিন্তু এখন ঘোষণা দেয় তারা সোনাগাজী এলাকা দখলে নেবে। দখলে নেয়ার জন্য কোনো সহিংসতার ঘটনা যদি ঘটায়, তবে উপজেলা আওয়ামী লীগ তা প্রতিহত করবে।’
বিএনপির সমাবেশের বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু জানান, নির্ধারিত তারিখে ওলামা বাজার সড়কের পাশে এনায়েত শপিং সেন্টারের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ আমাদের কর্মসূচিকে বানচাল করার লক্ষ্যে তাদের নতুন তারিখ ঘোষণা করেছে।
উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া দাবি করেন, কর্মসূচি সফল করার জন্য তারা যে কোনো ধরনের বাধা-বিপত্তি মোকাবেলা করতে প্রস্তুত।
অন্যদিকে ছাগলনাইয়া ও একই রাজনৈতিক উত্তাপ বিরাজমান। উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর বলেন, ‘২৫ আগস্ট শুভপুরে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে। ওই হামলার প্রতিবাদে এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা ছাগলনাইয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করব।’
আন্দোলনের নামে বিএনপির দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টির পাঁয়তারা করছে উল্লেখ করে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার বলেন, বিএনপির কর্মসূচির বিষয়ে কিছু জানি না এবং এ বিষয়ে আমাদের কোনো পরিকল্পনা নেই। পরশুরামে বিএনপির মধ্যে বিভিন্ন কোন্দল চলছে। তারা নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিজেরাই দ্বন্দ্বে রয়েছে। তবে জনগণের স্বার্থে বিএনপির যেকোনো অপকর্মসূচি ঠেকাতে প্রস্তুত রয়েছে আওয়ামী লীগ।