প্রিন্ট করুন প্রিন্ট করুন

একশ’র পরে পাঁচ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে দ্রুত পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে বাংলাদেশ। ওপেনার লিটন (শূন্য) ও তামিম (১৪ রান) ব্যর্থ হন। ১৫ রানে দ্বিতীয় এবং ৫২ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। এরপর ১০২ ও ১২২ রানে পরের দুই উইকেট হারিয়েছে সফরকারীরা।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৩ টা ৪৫ মিনিটে ইংল্যান্ডের দ্য ক্লাউড কাউন্টি গ্রাউন্ডে খেলাটি শুরু হয়। বাংলাদেশ একাদশ সাজিয়েছে তিন পেসার ও তিন স্পিনার নিয়ে। তবে জায়গা হয়নি মোস্তাফিজুর রহমানের।

বাংলাদেশ ৩১ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রানে ব্যাটিং করছে। ক্রিজে থাকা মুশফিকুর রহিম ২৪ রানে খেলছেন। তার সঙ্গী মেহেদি মিরাজ ১৮ রানে অপরাজিত রয়েছেন। নাজমুল শান্ত ৬৬ বল খেলে ৪৪ রান করে ফিরেছেন। তাওহীদ হৃদয় ২৭ রান করে আউট হয়েছেন। এর আগে সাকিব ফিরেছেন ২১ বলে ২০ রান করে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, এবাদত হোসেন ও তাইজুল ইসলাম।

আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ডি বালবার্নি (অধিনায়ক), মার্ক এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হিউম, জশ লিটল, অ্যান্ডি ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার।