Print Date & Time : 30 June 2022 Thursday 12:20 am

এক দিনের ব্যবধানে বরিশালে দ্বিগুণ বেড়েছে কভিড সংক্রমণ

প্রতিনিধি, বরিশাল : এক দিনের ব্যবধানে বরিশালে দ্বিগুণ বেড়েছে কভিড সংক্রমণের হার। গত রোববার রাতে বরিশাল শেবাচিম হাসপাতালের আরটি পিসিআর ল্যাবের সব শেষ রিপোর্টে ৯০ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের শনাক্ত হয়েছেন। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১২ দশমিক ২২ ভাগ। এর আগের দিন শনাক্তের হার ছিল ৬ শতাংশের বেশি।

বরিশাল শহরে দিন দিন করোনা সংক্রামণের হার বেড়েই চলছে। কিন্তু তার পরও মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে উদাসীন মানুষ। কিছুসংখ্যক মানুষ মাস্ক ব্যবহার করলেও রাস্তাঘাট, মার্কেট, কাঁচাবাজার, মাছবাজার, খাবার হোটেল, শেবাচিমের হাসপাতালের বহির্বিভাগসহ লঞ্চ ও গণপরিবহনের কোথাও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। নামমাত্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলেও এতে সার্বিকভাবে তেমন কোনো প্রভাব পড়ছে না জনমনে। শহরে প্রশাসনের পক্ষ থেকেও তেমন কোনো কঠোর পদক্ষেপ নেই বলে জানিয়েছে সচেতন নাগরিক মহল। এদিকে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে গতকাল সোমবার সকালে চিকিৎসাধীন ছিলেন ১৩ রোগী। গত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়েছেন একজন। নতুন ভর্তি হয়েছেন একজন।