প্রিন্ট করুন প্রিন্ট করুন

এক যুগ পর রাজশাহীতে দর্শকহীন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ

প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীতে এক যুগ পর (প্রায় ১৩ বছর) রাজশাহীতে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহস্পতিবার। শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়াম মাঠে ১১, ১৩ ও ১৫ মে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে খেলার মাঠে দর্শক থাকছে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবির রাজশাহী ভেন্যু ম্যানেজার আরেফিন ইসলাম।

দীর্ঘ সময় পর আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ বাড়ির কাছে হলেও রাজশাহীর দর্শকদের জন্য দুঃসংবাদ বলছেন ক্রীড়াপ্রেমিরা। নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় ভেদ করে গ্যালারিতে প্রবেশাধিকার থাকবে না কোনো দর্শকের। ফলে আন্তর্জাতিক ম্যাচ মাঠে বসে দেখার প্রতীক্ষা থাকলেও এবার তা পূরণ হবে না। ভেন্যু কয়েক স্তরের নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে এছাড়া মাঠজুড়ে লাগানো হয়েছে সিসি ক্যামেরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, বাংলাদেশ ও পাকিস্তানের যুবারা এই মাঠে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ ও একটি টি-টোয়েন্টি খেলায় অংশ নেবে। আগামী ১১, ১৩ ও ১৫ মে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ১৭ মে এখানেই দ্বিপাক্ষিক এ সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। সিরিজ দুটিকে ঘিরে এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলেন, রাজশাহীতে আন্তর্জাতিক ম্যাচ গড়াচ্ছে এটা আশার কথা। তবে দর্শকও চায় এই ম্যাচগুলো উপভোগ করতে। আমি যতটুকু শুনেছি নিরাপত্তার কারণে এত বছর পর অনুষ্ঠিত এই ম্যাচ দেখতে পারছে না রাজশাহীবাসী। এছাড়াও এই ম্যাচটি কোথাও সম্প্রচার হবে না। ফলে ভেন্যুখরা কাটলেও দর্শকখরা থেকে যাবে।

রাজশাহীর গর্ব সাবেক এই খেলোয়াড় বলেন, ভারত ও পাকিস্তান আমাদের দেশের কাছে খুবই একটি সেনসিটিভ টিম। আমি যতদূর শুনেছি, বিসিবি এসব ম্যাচের আয়োজন করে। আর নিরাপত্তা বাহিনী নিরাপত্তা দেয়। নিরাপত্তা বাহিনী পূর্ণাঙ্গ নিরাপত্তার জন্যই মাঠে দর্শকের অনুমোদন দেয়নি। আমি বিসিবির সঙ্গে কথা বলেছি। অন্তত কিছু সংখ্যক পাসকার্ডের ব্যবস্থা করার জন্য, বিশেষ করে যারা খেলার সাথে সংশ্লিষ্ট। এতে করে নতুন তরুণ উদীয়মান খেলোয়াড়দের মনে আগ্রহ যোগাবে।

এ বিষয়ে বিসিবির রাজশাহী ভেন্যু ম্যানেজার আরেফিন ইসলাম বলেন, আগামীকাল থেকে শুরু হচ্ছে পাকিস্তান ও বাংলাদেশের যুব ওয়ানডে সিরিজ। এছাড়া একটি টি-টোয়েন্টি ম্যাচও হবে এই ভেন্যুতে। দর্শকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দর্শক কেন থাকছে না সে বিষয়টি আমার জানা নেই। শুধু ম্যানেজমেন্ট আমাকে বলেছে দর্শক থাকবে না, এটুকুই জানি। নিরাপত্তার কারণে হয়ত এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আনিসুর রহমান বলেন, আমরা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছি। বিসিবির দিকনির্দেশনা অনুযায়ী আমরা সকল নিরাপত্তা দিয়েছি। দর্শক থাকা না থাকার বিষয়টি একমাত্র বিসিবির ব্যাপার। এটা তারা সিদ্ধান্ত নেবে। আপনারা মাঠে গেলেই বুঝতে পারবেন দর্শক বসার জায়গাটার কী অবস্থা। আমাদের পক্ষ থেকে শতভাগ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।