প্রিন্ট করুন প্রিন্ট করুন

এক শতাংশের বেশি কমেছে ডিএসইএক্স

লেনদেনের পতন অব্যাহত

নিজস্ব প্রতিবেদক: গতকাল সোমবার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর অপরিবর্তিত থাকলেও লেনদেন কমেছে। একইসঙ্গে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এক শতাংশের বেশি কমেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। অন্যদিকে দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।

গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৬৫ দশমিক ৪৪ পয়েন্ট বা এক দশমিক ০১ শতাংশ কমে ছয় হাজার ৪১৩ দশমিক ০১ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১১ দশমিক ৩৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৮০ শতাংশ কমে এক হাজার ৪০৬ দশমিক ৭৭ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ২১ দশমিক ৪৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৩ শতাংশ কমে দুই হাজার ২৭৭ দশমিক ৩৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ১ হাজার ২৯৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৩৪৩ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে লেনদেন কমেছে ৪৫ কোটি ২৮ লাখ টাকা। এদিন ১৮ কোটি ২৯ লাখ ৫৫ হাজার ৯৬৬টি শেয়ার ২ লাখ ২৩ হাজার ৮২৭ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৬১ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৬টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত ছিল ১৮২টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ইস্টার্ন হাউজিং লিমিটেড। কোম্পানিটির ১০৬ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ওরিয়ন ফার্মা লিমিটেডের ৭৩ কোটি ৭৭ লাখ, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেডের ৬৩ কোটি ৫৬ লাখ, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ৩৭ কোটি ১৪ লাখ, কেডিএস অ্যাকসেসরিজ লিমিটেডের ৩৪ কোটি ৯০ লাখ, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের ৩৩ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে গতকাল ৮ দশমিক ৬৪ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং লিমিটেড। এর পরের অবস্থানে থাকা ফাইন ফুডস লিমিটেডের ৮ দশমিক ০৪ শতাংশ, রহিমা ফুড করপোরেশনের ৭ দশমিক ৫৩ শতাংশ, ইস্টার্ন কেবলস লিমিটেডের ৭ দশমিক ০৩ শতাংশ, ইস্টার্ন লুব্রিক্যান্টস লিমিটেডের ৫ দশমিক ৮০ শতাংশ এবং কেডিএস অ্যাকসেসরিজ লিমিটেডের ৪ দশমিক ৮৮ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৯৮ দশমিক ৭৩ পয়েন্ট বা দশমিক ৮৬ শতাংশ কমে ১১ হাজার ৩২৫ দশমিক ৫৩ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১৬৪ দশমিক ৪৪ পয়েন্ট বা দশমিক ৮৬ শতাংশ কমে ১৮ হাজার ৮৯৫ দশমিক ৩৫ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৩৪টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত ছিল ৮০টির দর। সিএসইতে এদিন ৬৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৭ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।