প্রিন্ট করুন প্রিন্ট করুন

এখনও শিখছেন আইয়ুব বাচ্চু

মো. আসাদুজ্জামান: জায়গা-জমি, বাড়ি-গাড়ি, ফ্ল্যাট, ধন-দৌলতের চেয়ে তার জীবনে শ্রেষ্ঠ সম্পদ গিটার। গিটারকে জীবনেরই অংশ মনে করেন। গিটার নিয়ে গাইতে ভালোবাসেন, বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। পাঠক নিশ্চয়ই বুঝে গিয়েছেন, এ গিটারপ্রেমীর নাম আইয়ুব বাচ্চু। উপমহাদেশে এবি নামেও পরিচিত আইয়ুব বাচ্চু।

গিটারের প্রতি আইয়ুব বাচ্চুর আকর্ষণ জন্ম ছোটবেলায়। গিটার বাজানো দেখতে খুব পছন্দ করতেন। গিটারের টুং টাং শব্দ শুনতে শুনতে, গিটার বাজানো দেখতে দেখতে তারও ইচ্ছে জাগে গিটার বাজানোর। তখন গিটার বাজানো অনেকটা স্বপ্নের মতো ছিল তার কাছে। পপগুরু আজম খানের সঙ্গে গিটার বাজাতেন নয়ন মুন্সী। তার গিটার বাজানোর ঢং আকৃষ্ট করে এবিকে। আজও পছন্দ করেন জিমি হ্যানড্রিকস, রিচি ব্রাকমোর, স্যানটানাদের গিটার বাজানো। সপ্তম শ্রেণিতে পড়ালেখার সময় কালো রঙের এক গিটার উপহার দেন বাবা।

প্রত্যক্ষভাবে কারও কাছ থেকে গিটার না শিখলেও, গিটার হাতে নেওয়ার তিন-চার বছর পর বিদেশি এক শিক্ষক এর সঙ্গে পরিচয় ঘটে তার। ওই শিক্ষকের টিপস ও দিকনির্দেশনা অনুসরণ করতে থাকেন মন দিয়ে। বন্ধু নওশাদও অনেক সহায়তা করেছিলেন। গিটার বাজিয়ে সম্মানী বাবদ পেয়েছিলেন ৩০ টাকাÑএ উপার্জনকে এখনও জীবনের বড় প্রাপ্তি মনে করেন।

কানাডা, ব্রিটেনসহ বিশ্বের অনেক দেশে গান গেয়েছেন। দেশের বাইরে অবসর সময়ে ঘোরাঘুরি, আড্ডা, শপিংকে প্রাধান্য না দিয়ে চলে যান গিটার সেন্টারে। কখনও কখনও লুফে নেন ভালো লাগা গিটারটি। তিনি এখন পর্যন্ত কোনো গিটার সেন্টার থেকে খালি হাতে ফিরে আসেননি। কিছু না কিছু কিনবেনই। সেটা একসেট তারই হোক। আর উপহার হিসেবে গিটার পেতে দারুণ পছন্দ  তার। গিটারে দেশের আইকন হিসেবে প্রতিষ্ঠিত হলেও এখনও শিখছেন বলে দাবি তার।

আইয়ুব বাচ্চুর সংগ্রহে এখন পর্যন্ত ৩০টির বেশি গিটার আছে। তার সংগ্রহে জন পেটরসির বানানো ৮০০ গিটারের একটি রয়েছে।

আরও আছে আইভানিজ, জ্যাকসন, কারভিন, মিউজিকম্যান প্রভৃতির পাশাপাশি পছন্দের

জেম সেভেন।

গিটার নিয়ে জাদুঘর তৈরির পরিকল্পনা করেছিলেন একসময়। সেই চিন্তা বাদ দিয়ে গিটারবিষয়ক রিয়েলিটি শো করার ইচ্ছা আছে তার। প্রতিযোগীরা আইয়ুব বাচ্চুর গিটার বাজাবেÑএটা দেখতে চান। ১০টি গিটার নিয়ে পর্দা উঠতে পারে রিয়েলিটি শোর। পরবর্তী সময়ে ধাপে ধাপে প্রতিযোগিতাটি এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে তার।

বাংলাদেশে ভালো মানের গিটারিস্ট রয়েছে বলে বিশ্বাস করেন তিনি। তরুণ প্রজšে§র গিটারিস্টদের গিটার বাজানো মুগ্ধ করে তাকে।