প্রিন্ট করুন প্রিন্ট করুন

এডিবি থেকে ঋণ নিতে এনভয় টেক্সটাইলের পর্ষদে চূড়ান্ত অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছ থেকে দীর্ঘমেয়াদে এক কোটি আট লাখ ইউরো ঋণ নেয়ার প্রস্তাবের বিষয়টিতে চূড়ান্ত অনুমোদন দিয়েছে এনভয় টেক্সটাইলস লিমিটেডের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, এনভয় টেক্সটাইল লিমিটেডের দ্বিতীয় স্পিনিং ইউনিটের জন্য যন্ত্রপাতি এবং আনুষঙ্গিক সরঞ্জামাদি কেনার লক্ষ্যে এডিবি থেকে এক কোটি আট লাখ ইউরো ঋণ নেবে। এজন্য ইতোমধ্যে এডিবির শর্ত পালনের পাশাপাশি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ডের (বিডা) কাছ থেকে ঋণের বিষয়ে অনুমোদন নিয়েছে কোম্পানিটি। আর সম্প্রতি কোম্পানিটির পরিচালনা পর্ষদে ঋণের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। জানা গেছে, দেড় বছরের গ্রেস পিরিয়ডসহ ঋণের মেয়াদ সাত বছর। গ্রেস পিরিয়ডের পর থেকে অর্ধবার্ষিক ভিত্তিতে ঋণের কিস্তি পরিশোধ করবে কোম্পানিটি। পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানিটির নতুন এই ইউনিটটি স্বয়ংক্রিয় এবং আরও বেশি জ্বালানি সাশ্রয়ী। এই ইউনিটটির বার্ষিক সুতা উৎপাদনের সক্ষমতা তিন হাজার ৬০০ টন, যা কোম্পানিটির ডেনিমস ফেব্রিকস উৎপাদনে ব্যবহৃত হবে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বিনিয়োগকারীদের জন্য সর্বমোট ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৬ পয়সা। ৩০ জুন, ২০২১ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৭ টাকা ৭৯ পয়সা। এছাড়া এই হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা ২৫ পয়সা (লোকসান)।

বস্ত্র খাতের ‘এ’ ক্যাটেগরির কোম্পানিটি ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ৪০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১৬৭ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৩৫৪ কোটি ১২ লাখ টাকা। কোম্পানিটির মোট ১৬ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার ৭৬৭টি শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৫৭ দশমিক ৯৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৪ দশমিক ৮০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে শূন্য দশমিক শূন্য সাত শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে সাত দশমিক ২০ শতাংশ শেয়ার রয়েছে।

এদিকে গতকাল ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর অপরিবর্তিত থেকে প্রতিটি সর্বশেষ ৪৩ টাকা ৯০ পয়সায় হাতবদল হয়। যার সর্বশেষ দরও ছিল একই। দিনজুড়ে কোম্পানিটির মাত্র ৯২টি শেয়ার দুই বার লেনদেন হয়। আর দিনভর কোম্পানিটির শেয়ার সর্বোচ্চ ও সর্বনি¤œ ৪৩ টাকা ৯০ পয়সায় লেনদেন করে। এছাড়া গত এক বছরের মধ্যে এনভয় টেক্সটাইলের শেয়ারদও ৩৮ টাকা ২০ পয়সা থেকে ৫৫ টাকা ২০ পয়সার মধ্যে ওঠানামা করে।