ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি ও ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির যৌথ আয়োজনে গতকাল স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বেল্লাল হোসেন। ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যক্ষ অধ্যাপক মো. ফয়েজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির পরিচালক মো. সরোয়ার হোসেন মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনআইএসটির শিক্ষার্থী রিজভি করীম বিশাল ও নূর জাহান আকতার অন্তু। বিজ্ঞপ্তি
এনআইএসটি ও ডিআইএ’র আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন
