Print Date & Time : 2 March 2021 Tuesday 1:41 am

এনভয় গ্রুপের চেয়ারম্যান করোনায় আক্রান্ত

প্রকাশ: May 26, 2020 সময়- 07:23 am

নিজস্ব প্রতিবেদক: এনভয় গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত শনিবার নমুনা পরীক্ষায় ফল করোনাভাইরাস ‘পজিটিভ’ আসার পর থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি আছেন তিনি।

এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী গতকাল সোমবার রাতে বলেন, “পরশুদিন (শনিবার) দুপুরে পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরপরই তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

“এখন তার অবস্থা ভালো। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।”

বুয়েট থেকে পাস করার পর ১৯৮৪ সালে তৈরি পোশাক কারখানা দিয়ে ব্যবসায়িক অঙ্গনে পা রাখা কুতুব উদ্দিন প্রতিষ্ঠিত এনভয় গ্রুপের নানা খাতে বিনিয়োগ রয়েছে। এসব খাতের মধ্যে তৈরি পোশাক খাত ছাড়াও রয়েছে বস্ত্র, আবাসন, ফ্রেইট ফরোয়ার্ডিং, হসপিটালিটি, ব্যাংকিং, পুঁজিবাজার, সিরামিক ইত্যাদি।