নিজস্ব প্রতিবেদক: ‘এন’ থেকে ‘এ’ ক্যাটেগরিতে উত্তীর্ণ হলো বিবিধ খাতের কোম্পানি ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটি ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য আইপিও-পরবর্তী শেয়ার হিসেবে উদ্যোক্তা ও পরিচালকদের ব্যতীত কেবল সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তাই ‘এন’ ক্যাটেগরি থেকে ‘এ’ ক্যাটেগরিতে গেল কোম্পানিটির শেয়ার। ‘এ’ ক্যাটেগরির অধীনে আগামী রোববার থেকে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হবে। উল্লেখ্য, কোম্পানিটির মোট চার কোটি ৭২ লাখ ৫৩ হাজার ৬৪৯টি শেয়ারের মধ্যে ৮২ লাখ ৫৩ হাজার ৬৪৯টি শেয়ার ধারণ করছে সাধারণ হোল্ডাররা। আলোচিত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৬৩ পয়সা এবং ৩০ জুন ২০২১ তারিখে শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৮ টাকা ২৭ পয়সা। আর শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ১৬ টাকা ৮৩ পয়সা (ঘাটতি)।
এদিকে গতকাল ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর দুই দশমিক ০২ শতাংশ বা ২ টাকা ৪০ পয়সা বেড়ে প্রতিটি শেয়ার সর্বশেষ ১২১ টাকা ৫০ পয়সায় হাতবদল হয়।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২১) ইপিএস হয়েছে এক টাকা ৫৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল এক টাকা ৮৩ পয়সা। ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৯ টাকা ৭৯ পয়সা।
উল্লেখ্য, গত বছর বুক বিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুুঁজিবাজারে এসেছে ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ইলেকট্রনিক বিডিংয়ে কোম্পানিটির আইপিও শেয়ারের প্রান্তসীমা মূল্য (কাট অফ প্রাইস) ৬২ টাকা নির্ধারণ করেন যোগ্য বিনিয়োগকারীরা। মোট ৮২ লাখ ৫৩ হাজার ৬৪৯ সাধারণ শেয়ারের মধ্যে ৩৮ লাখ ৯৩ হাজার ২৬৫ শেয়ার যোগ্য বিনিয়োগকারীদের কাছে নিজ নিজ বিডিং মূল্যে ইস্যু করা হয়। বাকি ৪৩ লাখ ৬০ হাজার ৩৮৪ শেয়ার প্রান্তসীমা মূল্য থেকে ২০ শতাংশ বাটায়, অর্থাৎ ৫০ টাকা দরে সাধারণ বিনিয়োগকারীদের (অনিবাসীসহ) কাছে ইস্যু করা হয়। এ আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৫০ কোটি টাকা মূলধন সংগ্রহ করে ইনডেক্স এগ্রো। সংগৃহীত টাকায় ভবন নির্মাণ, নতুন যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয় এবং আইপিও প্রক্রিয়ার ব্যয় নির্বাহের কথা ছিল কোম্পানিটির।