শেয়ার বিজ ডেস্ক : এফবিসিসিআই পরিচালনা পর্ষদ নির্বাচনের (২০২৫-২৬ ও ২০২৬-২৭) সময় বৃদ্ধির জন্য আবেদন জানিয়েছে বিভিন্ন বাণিজ্য সংগঠন।
বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব চৌধুরী সামিমা ইয়াসমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
উক্ত আবেদনসমূহে সময় বৃদ্ধির কারণ হিসেবে নিম্নোক্ত বিষয় সমূহ উল্লেখ করা হয়েছে।
(ক) এফবিসিসিআই এর অধিভুক্ত চেম্বার ও এসোসিয়েশনগুলোর আরজেএসসির অনলাইন রির্টান দাখিলের স্বার্থে নির্বাচনের সময় বৃদ্ধি করা, (খ) বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫ অনুযায়ী চেম্বারের আয়-ব্যয় হিসাব ও অডিট রিপোর্ট দাখিল করা, (গ) এসোসিয়েশনের ডিভিসিসহ অডিট সম্পন্ন করা এবং তা আরজেএসসিতে জমা দেয়া নির্বাচনে অন্তর্ভুক্তি বাধ্যতামুলক করা।
২। এমতাবস্থায়, চেয়ারম্যান, নির্বাচন বোর্ড, এফবিসিসিআই’র স্বাক্ষরিত পত্র, বিভিন্ন সংগঠনের আবেদন এবং এফবিসিসিআই’র সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী এফবিসিসিআই পরিচালনা পর্ষদ নির্বাচন (২০২৫-২৬ ও ২০২৬-২৭)-এর সময় ৪৫ (পঁয়তাল্লিশ) দিন বৃদ্ধি করাসহ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Discussion about this post