শেয়ার বিজ ডেস্ক: ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের আরবি ভাষার (বিবিসি আরবি রেডিও) অনুষ্ঠান বন্ধ হয়ে গেল। গতকাল শুক্রবার শেষবার সম্প্রচারিত হয়েছে এ রেডিও চ্যানেল। খবর: বিবিসি।
খরচ কমানোর উদ্দেশ্যে বিশ্বজুড়ে বিভিন্ন কার্যক্রম গুটিয়ে আনছে বিবিসি। এর ধারাবাহিকতায় এবার আরবি ভাষায় রেডিও সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে। এখন ডিজিটাল পরিষেবায় জোর দেবে সম্প্রচার মাধ্যমটি।
আরবি ভাষায় রেডিও সম্প্রচার বন্ধ করে দেয়া হবে বলে গত বছরের সেপ্টেম্বরে ঘোষণা দিয়েছিল বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস। শুধু আরবি নয়, ওই ঘোষণায় বাংলা, হিন্দি, চীনা, ফারসিসহ মোট ১০টি ভাষায় রেডিও বন্ধ করার কথা জানিয়েছিল বিবিসি। ওই সময় করপোরেশন বলেছিল, উচ্চ মূল্যস্ফীতি ও ক্রমবর্ধমান ব্যয়ের সমন্বিত চাপের মুখে কঠিন এ সিদ্ধান্তের দিকে যেতে হচ্ছে। তবে রেডিও সম্প্রচারের পরিবর্তে আরবি ও ফারসি উভয় ভাষার নির্ধারিত বিবিসির টিভি সম্প্রচার অব্যাহত থাকবে। আরবি ও ফারসি ভাষার অডিও এবং অন্যান্য ডিজিটাল সামর্থ্য বাড়াতে বিনিয়োগ করা হবে।
তখন বলা হয়েছিল, বিবিসি তার আন্তর্জাতিক পরিষেবার জন্য বছরে ২৮ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড (প্রায় ৩২১ কোটি টাকা) সঞ্চয়ের চেষ্টা করছে। এজন্য ওয়ার্ল্ড সার্ভিসের ৩৮২টি পদ রহিত করার প্রস্তাব করছে বিবিসি।
১৯৩৮ সালের ৩ জানুয়ারি মিসরে যাত্রা করেছিল বিবিসি আরবি রেডিও। অর্থাৎ দীর্ঘ ৮৫ বছরের যাত্রা থেমে গেল। প্রতিষ্ঠানটির সাবেক প্রধান হোসাম এল সোকারি বলেন, বিবিসি আরবি রেডিওর পরিষেবা প্রত্যন্ত এলাকার অনেক মানুষের জীবন বদলে দিয়েছে। তারা ছোট ও তুলনামূলক কম দামি ডিভাইস ব্যবহার করেও সংবাদ শুনতে পারতেন। এখন তাদের বিবিসির পরিষেবা পেতে সম্ভবত আরও বেশি ব্যয় করতে হবে। এর আগে গত ৩১ ডিসেম্বর ৮১ বছরের যাত্রার ইতি টানে বিবিসি বাংলা রেডিও। ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টা ও রাত সাড়ে ১০টায় শেষবারের মতো বিবিসি রেডিওতে প্রচারিত হয় সংবাদ এবং সমসাময়িক প্রসঙ্গের অনুষ্ঠান প্রবাহ ও পরিক্রমা। এর মধ্য দিয়ে দীর্ঘকাল বাংলার মানুষের আগ্রহের কেন্দ্রে থাকা রেডিওটির সম্প্রচার বন্ধ হয়ে যায়।