ক্রীড়া ডেস্ক: নিউজিল্যান্ড সফরে ব্যস্ত সময় কাটছে বাংলাদেশ ক্রিকেট দলের। দম ফেলার সময় পাচ্ছেন না মাশরাফি বিন মুর্তজা-সাকিব আল হাসানরা। এই তো গত পরশু শেষ হয়েছে দুই দলের তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। সেই লড়াইয়ে হোয়াইটওয়াশের যন্ত্রণা নিয়ে গতকালই লেনসন থেকে টাইগাররা উড়ে গেছে নেপিয়ারে। ম্যাকলিন পার্কে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ কাল বাংলাদেশ সময় দুপুর ১২টায়। আর এ সিরিজ দিয়ে নতুন বছরের ক্রিকেটে পথচলা শুরু হচ্ছে মাশরাফির দলের। পুরোনো স্মৃতিকে ভুলে তাই সফরকারীরা এবার টি-টোয়েন্টি মিশনে নামছে কিউই-বধে।
আসলে ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগেও নিউজিল্যান্ডকে হারানোর পরিকল্পনা ছিল বাংলাদেশের। কিন্তু মাঠের ক্রিকেটে তার ছাপ খুব একটা রাখতে পারেননি সাকিব আল হাসান-তামিম ইকবালরা। প্রতিটি ম্যাচেরই শুরুর দিকে ব্যাট-বলে ভালো করেও শেষটা হয়েছে টাইগারদের বিবর্ণ। তাই তো দীর্ঘ দুই বছরের বেশি সময়ের পর আবার পুড়তে হয়েছে হোয়াইটওয়াশের লজ্জায়। তবে সব কিছু ভুলে কাল থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে চোখ রাখছেন মাশরাফি। পরশু ওয়ানডে সিরিজ হারের পর যেমনটা বলছিলেন টাইগারদের রঙিন পোশাকের এ অধিনায়ক, ‘এখনও এ সফরের অনেকটা পথ বাকি। আশা করি পরের সিরিজ থেকেই আমরা ভালোভাবে ফিরে আসব।’
কিন্তু নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের যে টি-টোয়েন্টির পরিসংখ্যান রয়েছে, তাতে অনেক এগিয়ে স্বাগতিকরাই। এখন পর্যন্ত চারটি টি-টোয়োন্টিতে খেলেছে দুই দল। যার সবকটিতেই জিতেছে কেন উইলিয়ামসনের দল। সবশেষ গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে কলকাতার ইডেন গার্ডেনে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-নিউজিল্যান্ড। যে ম্যাচে মাশরাফিরা হেরেছিলেন ৭৭ রানের বড় ব্যবধানে।
নিউজিল্যান্ড সফরের আগ দিয়ে বাংলাদেশ টি-টোয়েন্টি ফরম্যাটের মধ্যেই ছিল। প্রায় সব ক্রিকেটারই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিভিন্ন দলের হয়ে খেলেছিলেন। জাতীয় দলের ক্রিকেটারদের পারফরম্যান্স ও ছিল চোখে পড়ার মতো। সেই ধারাবাহিকতা কিউইদের বিপক্ষে ধরে রাখতে চেষ্টা করবে সফরকারীরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে ২০ ওভারের এই চার-ছক্কার সিরিজের প্রথম ম্যাচের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন পেসার শুভাশীষ রায়। প্রত্যাশিতভাবে দলে ফিরেছেন উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস, পেসার রুবেল হোসেন ও তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। এছাড়া রয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। চোটের জন্য টি-টোয়েন্টির দলে নেই মুশফিকুর রহিম। বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন, নাসির হোসেন, আবু হায়দার ও আল আমিন হোসেন।
নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টি খেলে ৪ জানুয়ারি বাংলাদেশ দল যাবে মাউন্ট মঙ্গানুইয়ে। সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টি হবে সেখানে ৬ ও ৮ জানুয়ারি। এরপর ১২ জানুয়ারি শুরু হবে দুই দলের প্রথম টেস্ট ২০ জানুয়ারি শেষ টেস্টের মধ্য দিয়ে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর শেষ হবে।