নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত হচ্ছে মিনোরি বাংলাদেশ লিমিটেড কর্তৃক মনোনীত তিন শেয়ারহোল্ডার ডিরেক্টর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, এমারল্ড অয়েলের পরিচালনা পর্ষদ মো. নাসির শিকদার, মোহম্মদ মুরাদ হোসেন এবং মো. রুবেল সরদারকে মিনোরি বাংলাদেশ কর্তৃক মনোনীত শেয়ারহোল্ডার ডিরেক্টর হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, এমারাল্ড অয়েল কোম্পানি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘জেড’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৫৯ কোটি ৭১ লাখ ৪০ হাজার টাকা। কোম্পানির রিজার্ভের পরিমাণ ৩৩ কোটি ৮৩ লাখ টাকা। কোম্পানিটির মোট পাঁচ কোটি ৯৭ লাখ ১৩ হাজার ৫০০ শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৩৮ দশমিক ২৬ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক ৫ দশমিক ৮৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে ৫৫ দশমিক ৮৯ শতাংশ শেয়ার।
কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্তির পর মাত্র তিন বছর শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ দিয়েছে। অর্থাৎ ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য যথাক্রমে ১০ শতাংশ নগদ ও পাঁচ শতাংশ বোনাস, ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস এবং ১০ বোনাস লভ্যাংশ দিয়েছে।