শেয়ার বিজ ডেস্ক: নিউইয়র্ক-দিল্লির একটি ফ্লাইটে মূত্রকাণ্ডের জন্য এয়ার ইন্ডিয়াকে ৩৭ হাজার ডলার জরিমানা করেছে দ্য ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)। গতকাল শুক্রবার ডিজিসিএ এ সিদ্ধান্ত জানায়। খবর: এনডিটিভি।
এ ঘটনায় বিমান সংস্থাটির পাশাপাশি বিমানের ভারপ্রাপ্ত চালককেও শাস্তি দিয়েছে ডিজিসিএ। ঘটনাটির জন্য সে দিনের বিমানচালককে চার মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে।
গত বছরের ২৬ নভেম্বর এয়ার ইন্ডিয়ার বিমানে এক মহিলার গায়ে শঙ্কর মিশ্র নামে এক সহযাত্রীর মূত্রত্যাগের অভিযোগ ওঠে। নিউইয়র্ক থেকে দিল্লির পথে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে অভিযুক্ত ব্যক্তির পাশে বসেছিলেন এক নারী যাত্রী। দুজনই বিজনেস ক্লাসে ভ্রমণ করছিলেন। খাবার খাওয়ার পর উড়োজাহাজটিতে আলো কমিয়ে দেয়া হয়। এ সময় অভিযুক্ত ওই ব্যক্তি পাশে বসা নারীর শরীরে মূত্র ত্যাগ করেন। ওই নারীর বয়স ৭০ বছর।
ভুক্তভোগী ওই নারী এ নিয়ে ক্রুর কাছে অভিযোগ করেন। বলেন, তার পোশাক, জুতা ও ব্যাগ প্রস্রাবে ভিজে গেছে। ক্রু ওই নারী যাত্রীকে এক সেট জামা ও সিøপার দেন। সেগুলো পরে ওই নারীকে অভিযুক্ত ব্যক্তির পাশেই বসতে হয়। তখন উড়োজাহাজটিতে অন্য আসন ফাঁকা ছিল না।
এ ঘটনা জানাজানি হলে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন ওই ফ্লাইট পরিচালনাকারী এয়ার ইন্ডিয়াকে একটি নোটিশ দেয়। সেই নোটিশের জবাব দিয়েছে এয়ার ইন্ডিয়া। এতে গত ২৬ নভেম্বর নিউইয়র্ক থেকে দিল্লিগামী বিমানে কী ঘটেছিল, তার বিস্তারিত বর্ণনা দেয়া হয়।
ঘটনার দেড় মাসের বেশি সময় পর ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন এ পদক্ষেপ নিয়েছে। ডিজিসিএ তাদের নিজস্ব তদন্তে ওই এয়ারলাইন্সের গাফিলতি খুঁজে পেয়েছে এ মূত্রকাণ্ডে।
এ বিষয়ে ডিজিসিএ জানায়, বেসামরিক বিমানপরিবহনকারী ওই সংস্থা এ ইস্যুতে বেশ উদাসীন ছিল। গোটা ঘটনা নিয়ে একটি সম্পূর্ণ রিপোর্ট চেয়েছে ডিজিসিএ। এয়ারলাইন্সের তরফে এ রিপোর্ট চাওয়া হয়েছে।
এ ঘটনায় দিল্লির পালান পুলিশ স্টেশন এ ঘটনায় একটি মামলা করেছে। অপরদিকে সংক্ষুব্ধ নারী যাত্রীকে বিমান ভাড়া ফেরত দিয়েছে বিমান কর্তৃপক্ষ।