Print Date & Time : 28 January 2021 Thursday 6:43 pm

এশিয়ান ভলিবল প্রশাসনের সদস্য হলেন মেয়র আতিক

প্রকাশ: November 21, 2020 সময়- 02:22 pm

শেয়ার বিজ ডেস্ক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের প্রেসিডেন্ট মো. আতিকুল ইসলাম এশিয়ান ভলিবল কনফেডারেশনের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনের সদস্য হয়েছেন। আজ শনিবার ডিএনসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ৯ নবেম্বর এশিয়ান ভলিবল কনফেডারেশন বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনের এক সভায় মেয়র আতিকুল ইসলামকে বোর্ডের সদস্য হিসেবে মনোনীত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের কাছে এই নিয়োগের বিষয়ে এশিয়ান ভলিবল কনফেডারেশনের প্রেসিডেন্ট রিটা সুবোউয়ো চিঠি পাঠিয়েছেন।

প্রসঙ্গত, এশিয়ান ভলিবল কনফেডারেশন এশিয়ার বিভিন্ন দেশের ভলিবল ও বিচ ভলিবলের উন্নয়নে কাজ করে।