Print Date & Time : 27 September 2021 Monday 9:13 am

এশিয়া প্যাসিফিকে হুয়াওয়ের অ্যাডভান্সড ইন্ডাস্ট্রি নেটওয়ার্ক সল্যুশন

প্রকাশ: June 29, 2021 সময়- 01:11 am

এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রতিষ্ঠানগুলোর জন্য সম্প্রতি ইন্ডাস্ট্রি অপটিএক্স সল্যুশন উম্মোচন করেছে হুয়াওয়ে। অনলাইনে আয়োজিত এ উম্মোচন অনুষ্ঠানে এশিয়া প্যাসিফিকের শিল্পসংশ্লিষ্ট ছয় শতাধিক বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন। সেখানে শিল্প খাতের ডিজিটাল রূপান্তরে অপটিক্যাল নেটওয়ার্কের এ নতুন সিরিজের সুবিধাগুলো ও প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

ইদানীং ডিজিটাল সেবার বেশ প্রসার হয়েছে। প্রচলিত নেটওয়ার্ক অবকাঠামো এই বাড়তি চাহিদা মেটাতে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে এবং ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকি মোকাবিলার পাশাপাশি নতুন নেটওয়ার্ক কাঠামোর সঙ্গে একত্রীকরণের বিষয়টিও কষ্টসাধ্য। হুয়াওয়ে ইন্ডাস্ট্রি অপটিএক্স সল্যুশন এই নেটওয়ার্ক কাঠামোকে আরও বেশি উম্মুক্ত, সামঞ্জস্যপূর্ণ ও সহজ করবে।

হুয়াওয়ে অ্যাপাক (এশিয়া-প্যাসিফিক) এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের (ইবিজি) ভাইস প্রেসিডেন্ট জেসন হে বলেন, ‘শিল্প খাতের ডিজিটাল রূপান্তরে অপটিক্যাল নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মেট্রো স্টেশন, হাইওয়ে, পাওয়ার গ্রিড, বিমানবন্দর এবং বন্দরসহ বিভিন্ন ক্ষেত্রে অপটিক্যাল নেটওয়ার্কের মাধ্যমে পুরো শিল্প খাতকে সংযুক্ত করার ব্যাপারে হুয়াওয়ে ইন্ডাস্ট্রি অপটিএক্স সল্যুশন একটি বড় পদক্ষেপ। আমরা হুয়াওয়ে অপটিএক্সস্টার পণ্যের একটি সিরিজও উম্মোচন করেছি, যা মানসম্পন্ন নেটওয়ার্কিং অভিজ্ঞতা প্রদানে এবং শিল্পসংশ্লিষ্ট গ্রাহকদের পরিস্থিতি সাপেক্ষে চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে।’

হুয়াওয়ে ইন্ডাস্ট্রি অপটিএক্স দুই স্তরের নেটওয়ার্কিং কাঠামোর ওপর ভিত্তি করে কাজ করে। তাই নেটওয়ার্ক ক্ষেত্রে এতদিন থেকে চলে আসা জটিল কেবলিং এবং আইটি রুম নির্মাণের প্রয়োজনীয়তা আর থাকবে না। এছাড়া হুয়াওয়ে অপটিএক্সস্টার টার্মিনাল প্লাগ-অ্যান্ড-প্লে সমর্থনের জন্য প্রি-কনফিগার করা যেতে পারে, যার ফলে প্রয়োগের কার্যকারিতা ৬০ শতাংশ বৃদ্ধির সঙ্গে দ্রুতগতিতে অনলাইনে সেবা প্রদান করা যায়। বিজ্ঞপ্তি