প্রিয়জনের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের জন্য সপ্তাহব্যাপী ‘নিউ ইয়ার এসএমএস ক্যাম্পেইন’ চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি। মঙ্গলবার থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটি চলবে ৯ জানুয়ারি পর্যন্ত।
রবির প্রিপেইড গ্রাহকরা যে কোনো রবি নম্বরে এসএমএস পাঠানোর ক্ষেত্রে ক্যাম্পেইনটি উপভোগ করতে পারবেন। ২০ দশমিক ১৭ টাকা মূল্যমানের ২০১৭ অন-নেট এসএমএস প্যাকটি গ্রহণের মাধ্যমে গ্রাহকরা দুই হাজার ১৭টি এসএমএস পাঠতে পারবেন। এর সঙ্গে ভ্যাট, সম্পূরক শুল্ক ও সারচার্জ যোগ হবে। প্যাকটি অ্যাক্টিভ করার পরবর্তী সাত দিন পর্যন্ত এর মেয়াদ থাকবে। প্যাকটি কিনতে গ্রাহকদের *১২৩*২০১৭# এবং এসএমএস ব্যালেন্স জানতে *২২২*১০# কোডটিতে ডায়াল করতে হবে। এছাড়া গ্রাহকরা যেন একই বিষয়ে আগ্রহী এমন ব্যক্তিদের নিয়ে একটি সামাজিক বলয় গড়ে তুলতে পারেন এজন্য এসএমএস-ভিত্তিক সোশ্যাল মিডিয়া প্লাটফরম রবি সার্কেলে নতুন ফিচার যুক্ত করেছে অপারেটরটি।