প্রিন্ট করুন প্রিন্ট করুন

এস আলম কোল্ড রোল্ড স্টিলসের ইপিএস ৩১ পয়সা

নিজস্ব প্রতিবেদক: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত অনিরীক্ষিত প্রান্তিক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে কোম্পানিটি।

প্রাপ্ত তথ্যানুযায়ী, প্রকৌশল খাতের কোম্পানি এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ৩১ পয়সা, যা এর আগের বছরের একই সময়ে ২২ পয়সা ছিল। অর্থাৎ ইপিএস বেড়েছে ৯ পয়সা।

অন্যদিকে গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) ১৯ টাকা ৯৪ পয়সা দাঁড়িয়েছে, যা একই বছরের ৩০ জুন পর্যন্ত সময়  ১৯ টাকা ৪৪ পয়সা ছিল। তিন মাসে এনএভি ৫০ পয়সা বেড়েছে।

উল্লেখ্য, কোম্পানিটি ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। গতকাল কোম্পানিটির শেয়ারদর আগের দিনের চেয়ে ২ দশমিক ৩৬ শতাংশ বা এক টাকা কমে প্রতিটি শেয়ার সর্বশেষ ৪১ টাকা ৩০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৪০ টাকা ৯০ পয়সা। দিনজুড়ে ১৩ লাখ ১৩ হাজার ৭০০টি শেয়ার এক হাজার ৩২৩ বার হাতবদল হয়, যার বাজারদর পাঁচ কোটি ৪২ লাখ ৪৯ হাজার টাকা। শেয়ারদর সর্বনি¤œ ৪০ টাকা ৬০ পয়সা থেকে সর্বোচ্চ ৪২ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়। গত এক বছরে শেয়ারদর ২৩ টাকা ৫০ পয়সা থেকে ৪৫৬ টাকার মধ্যে ওঠানামা করে।

৩৫০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৯৮ কোটি ৩৭ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৫৩ কোটি ৬৪ লাখ টাকা। ৩০ জুন ২০১৬ সমাপ্ত হিসাববছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা আট পয়সা এবং শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯ টাকা ৪৪ পয়সা।