নিজস্ব প্রতিবেদক: ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটেগরিতে উন্নীত হলো বস্ত্র খাতের কোম্পানি ইভিন্স টেক্সটাইলস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি দুই শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। তাই ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটেগরিতে উন্নীত হলো কোম্পানিটি। আলোচিত সময়ে ইপিএস হয়েছে এক টাকা সাত পয়সা এবং এনএভি দাঁড়িয়েছে ১৫ টাকা ৩২ পয়সা। আর শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ দাঁড়িয়েছে দুই টাকা ৪৯ পয়সা।
এদিকে গতকাল ডিএসইতে শেয়ারদর তিন দশমিক ৭৭ শতাংশ বা ৪০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ১১ টাকায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল ১১ টাকা। দিনজুড়ে তিন লাখ ৭২ হাজার ২৫৫টি শেয়ার মোট ৩০৫ বার হাতবদল হয়, যার বাজারদর ৪০ লাখ ৬৭ হাজার টাকা। দিনভর শেয়ারদর সর্বনি¤œ ১০ টাকা ৭০ পয়সা থেকে সর্বোচ্চ ১১ টাকা ১০ পয়সায় হাতবদল হয়। এক বছরে শেয়ারদর আট টাকা ৭০ পয়সা থেকে ১৪ টাকার মধ্যে ওঠানামা করে।
এর আগে সর্বশেষ ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়। ওই সময়ে ইপিএস হয়েছে এক টাকা ২৮ পয়সা এবং এনএভি দাঁড়িয়েছে ১৪ টাকা ৭৩ পয়সা। আর ২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে ১০ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। ওই সময় ইপিএস হয়েছে দুই টাকা ২৫ পয়সা ও এনএভি দাঁড়িয়েছে ১৭ টাকা ১৩ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা হয়েছে ২৩ কোটি ৮৩ লাখ টাকা।
কোম্পানিটি ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ৩৫০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১৭৪ কোটি ২৪ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ৬৮ কোটি ৪৪ লাখ ১০ হাজার টাকা।
কোম্পানিটির মোট ১৭ কোটি ৪২ লাখ ৪০ হাজার শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্য মতে মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৩৬ দশমিক ৬৭ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক ২১ দশমিক ৪৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪১ দশমিক ৮৮ শতাংশ শেয়ার রয়েছে। সর্বশেষ বার্ষিক প্রতিবেদন ও বাজারদরের ভিত্তিতে শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাত ১০ দশমিক ২৮ এবং হালনাগাদ অনিরীক্ষিত ইপিএসের ভিত্তিতে ১৩ দশমিক ৭৫।