নিজস্ব প্রতিবেদক: ‘এন’ থেকে ‘এ’ ক্যাটেগরিতে উন্নীত হলো বস্ত্র খাতের কোম্পানি এসকোয়্যার নিট কম্পোজিট লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটি ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তাই ‘এন’ ক্যাটেগরি থেকে ‘এ’ ক্যাটেগরিতে উন্নীত হলো কোম্পানিটির শেয়ার। ‘এ’ ক্যাটেগরির অধীনে আগামীকাল রোববার থেকে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হবে।
এদিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক জারি করা নিয়ম অনুযায়ী স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোনো সিকিউরিটির ক্যাটেগরি পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তিত ক্যাটেগরিতে ওই সিকিউরিটি ক্রয়ের জন্য মার্জিন ঋণ প্রদানে প্রথম ৩০ দিন নিষেধাজ্ঞা জানানো হয়েছে।
২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ওই সময়ে ইপিএস হয়েছে ৩ টাকা ৩৭ পয়সা এবং শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫০ টাকা ১৪ পয়সা।
এদিকে সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে শেয়ারদর ২ দশমিক শূন্য ৮ শতাংশ বা ৬০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ২৮ টাকা ৩০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ২৮ টাকা ৪০ পয়সা। দিনজুড়ে পাঁচ লাখ ৪৮ হাজার ৩৮৯টি শেয়ার মোট ৬৩১ বার হাতবদল হয়, যার বাজারদর এক কোটি ৫৬ লাখ ৩৪ হাজার টাকা।
‘এ’ ক্যাটেগরির এ কোম্পানিটি ২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১৩৪ কোটি ৮৯ লাখ ৬০ হাজার টাকা।
কোম্পানিটির মোট ১৩ কোটি ৪৮ লাখ ৯৫ হাজার ৮৩৩ শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৪৬ দশমিক ৯৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক ৪০ দশমিক ৭১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১২ দশমিক ৩৪ শতাংশ শেয়ার রয়েছে।