নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও তার সহযোগী কোম্পানিগুলো ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটের ৩৮ কোম্পানিতে প্রায় ১৯ কোটি টাকা বিনিয়োগ করেছে। ভোগান্তির ওই মার্কেটে বিনিয়োগে প্রায় সাড়ে তিন কোটি টাকা লোকসান গুনেছে আইসিবি। প্রতিষ্ঠানটির সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, বর্তমানে ওটিসি মার্কেটে আইসিবির বিনিয়োগ রয়েছে ১৯ কোটি ১৩ লাখ ৩১ হাজার ৫৯০ টাকা। তবে এর বর্তমান বাজারমূল্য কমে দাঁড়িয়েছে ১৫ কোটি ৪৩ লাখ ৯১ হাজার ৬৩ টাকা। সে হিসেবে ওটিসি মার্কেটে বিনিয়োগে আইসিবির লোকসান তিন কোটি ৬৯ লাখ ৪০ হাজার ৫২৭ টাকা। অন্যদিকে ওটিসির তুলনামূলক ভালো কোম্পানিগুলোকে মূল মার্কেটে ফিরিয়ে আনার চেষ্টাও করছে আইসিবি।
ওটিসি মার্কেটের নিলয় সিমেন্ট, বেঙ্গল ফাইন কেমিক্যাল, ওয়ান্ডারল্যান্ড টয়েস, আলফা টোব্যাকো, আমাম সি ফুড, বাংলাদেশ লিফ টোব্যাকো কোম্পানি, বায়োনিক সি ফুডস, ঢাকা ফিশারিজ, জার্মান বাংলা জেভি ফুডস, গালফ ফুডস, মেঘনা শ্রিম্প কালচার, মডার্ন ইন্ডাস্ট্রিজ, ইউসুফ ফ্লাওয়ার, এপেক্স ওয়েভিং, আশরাফ টেক্সটাইল, বাংলাদেশ জিপার ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ ডায়িং অ্যান্ড ফিনিশিং ইন্ডাস্ট্রিজ, চিক টেক্সটাইল, ড্যান্ডি ডায়িং, ডায়নামিক টেক্সটাইল, এমএইচ গার্মেন্টস, মিতা টেক্সটাইল, মুন্নু ফেব্রিক্স, কাশেম টেক্সটাইল, সজীব নিটিং অ্যান্ড গার্মেন্টস, শ্রীপুর টেক্সটাইল মিলস, বিডি লাগেজ ইন্ডাস্ট্রিজ, লেসকো, রোজ হ্যাভেন বলপেন, ম্যাক পেপার ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ, বাংলা প্রসেস, পারফিউম কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ, রহমান কেমিক্যালস, থেরাপিউটিক্স বাংলাদেশ, বাংলাদেশ ইলেকট্রিক মিটার কোম্পানি, এক্সেলসিয়র সুজ, বাংলাদেশ কেমিক্যালস ও পদ্মা প্রিন্টার্স লিমিটেডে আইসিবির বিনিয়োগ রয়েছে।
এদিকে গত শনিবার আইসিবির ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয়, ২০১৫-১৬ অর্থবছরে আইসিবি এককভাবে ও সাবসিডিয়ারিসহ যথাক্রমে ৩১৩ কোটি ৬৯ লাখ টাকা এবং ৩৩১ কোটি ৬৪ কোটি টাকা নিট মুনাফা করেছে। গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের (১ জুলাই-২২ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত) ছয় মাসে কোম্পানিটির মূলধনি মুনাফা ১০৩ কোটি ৬১ লাখ টাকা বা ১৪২ দশমিক ২৩ শতাংশ বেড়েছে।